শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৮:৫৩ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচারহীনতা প্রকট হলে সামাজিক বিপ্লব জরুরি হয়ে পড়ে, বললেন অধ্যাপক তাসলিমা ইয়াসমিন

নুর নাহার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারি অধ্যাপক তাসলিমা ইয়াসমিন বলেন, যৌন হয়রানি কি এবং কোন আচরণকে আমরা প্রচলিত আইন অনুযায়ী অপরাধ বলবো সে বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন। ডিবিসি নিউজ

তিনি বলেন, শিক্ষাঙ্গনে কিছু জিনিস হয়, একেবারেই যৌন হয়রানিমূলক আচরণ কিন্তু সেই আচরণকে কেউ অপরাধ হিসেবে প্রতিবাদ করছেন না। যারা বাস্তবায়ন করবেন তারাও মনে করছেন এটা ছোট বিষয়। তারপর তাদের ডেকে বড়জোর একটু বকাঝকা দিয়ে ছেড়ে দিলেন। অন্য শিক্ষার্থী যারা আছেন তারাও অনেক সময় হেসে উড়িয়ে দিচ্ছেন। যার জন্য যিনি হয়রানির শিকার হচ্ছেন তিনি কিন্তু কোনো সমর্থন পাচ্ছেন না। ফলে তার যাওয়ার জায়গা থাকছে না।

তিনি আরো বলেন, আমরা দেখেছি যে, একটি ছোট ভিডিও ভাইরাল হয়েছিলো। নুসরাত গিয়েছিলেন তার হয়রানির মামলাদায়ের করতে। সেখানে তার সাথে যে ধরণের আচরণ করা হয়েছে পুলিশ প্রশাসন থেকে। একজন ভিকটিমকে ভিডিও করা বেআইনি। নারী ও শিশু নির্যাতন আইন দমনে যখনি কেউ মামলা করতে আসে তার পরিচয় কখনোই প্রকাশ করতে পারবে না। প্রকাশ করলে ২ বছরের শাস্তি। একজন ভিকটিমকে ভিডিও রেকর্ড করতে পারবে না। কিন্তু নুসরাতকে সেটি করা হয়েছিলো। এই ধরণের অপরাধ করে কেউ পার পাবে না। বিচারহীনতা যখন প্রকট আকার ধারণ করে তখন সামাজিক বিপ্লবে সকলের অংশগ্রহণ জরুরি হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়