শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পহেলা বৈশাখ উৎযাপনে প্রাণ হারালো তরুণ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: গতকাল রোববার পহেলা বৈশাখ উৎযাপনে মেতে ছিলো বাঙ্গালি জাতি। সব শ্রেনীর মানুষের মতো এই উৎসবটি উৎযাপন করেছিলেন তরুণ ক্রিকেটার ওয়ালিউর রহমান হিমেল। তবে উৎসব শেষ করে এই ক্রিকেটার আর ঘরে ফিরতে পারেননি। বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে গিয়েই হারিয়েছেন প্রাণ। এদিন দুপুর একটার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের ফ্লাইওভারের রেল ক্রসিংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন রিমেল। তিনি নগরীর তালপুকুর পাড় এলাকার ব্যাংক কর্মকর্তা রেজাউর রহমান ও রাবেয়া সুলতানার ছেলে এবং কুমিল্লা মডার্ন হাই স্কুলের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র।

জানা যায়, বন্ধুদের সাথে নববর্ষ উদযাপনে মোটরসাইকেলে করে ঘুরছিলেন রিমেল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর দক্ষিণ পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের পূর্ব পাশ দিয়ে ওঠার সময় দ্রুতগতিতে আসতে থাকা একটি ট্রাক একসাথে তিনটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে রিমেল এবং তার দুই সহপাঠী জাবির ও সাকিন আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রিমেলকে মৃত ঘোষণা করেন। জাবির ও সাকিনকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলে ট্রাকটি ভাঙচুর করেন। দুর্ঘটনায় নিহত রিমেল কুমিল্লা জেলা অনূর্ধ্ব- ১৬ দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। নগরীর ক্রিকেট অঙ্গনে তার বেশ পরিচিতি ছিল। চলতি বছর কুমিল্লা ১ম বিভাগ ক্রিকেট লিগে ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে খেলেছেন রিমেল। তিনি কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমির ছাত্র ছিলেন বলে জানিয়েছেন একাডেমির প্রশিক্ষক মো. নুরুল্লাহ।

রিমেল খুব প্রতিভাবান ক্রিকেটার ছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিমেলের নিহত হওয়ায় খবরে কুমিল্লা ক্রিকেট পাড়ায় শোকের ছায়া নেমে আসে। আমরা একজন উদীয়মান মেধাবী ক্রিকেটারকে হারালাম। এ ঘটনা আমাদের জন্য বড়ই বেদনার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়