শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৭:৫৯ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর্মকর্তাদের গাফিলতি, রেলওয়ের ৮৫ শতাংশ জমি বেহাত

মো. আল-আমিন : কয়েকজন কর্মকর্তার গাফিলতির কারণে পঞ্চগড়ের ধাক্কামারায় বেহাত হয়ে আছে রেলওয়ের ৮৫ শতাংশ জমি। এমনটাই দাবি সংস্থাটির আইন উপদেষ্টার। জমি ফিরে পেতে ইতিমধ্যে মামলাও করা হয়েছে আদালতে। তবে দখলকারী ব্যক্তির জানান ওই জমির মালিকানার সব ধরনের নথি তাদের আছে। একই সাথে আদালতের রায় তাদের পক্ষে।- চ্যানেল২৪

জানা যায়, জমি ফেরত পেতে পঞ্চগড়ের সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। যেখানে আশরাফুলের পক্ষে ডিক্রি বাতিল চাওয়া হয়েছে। এই মামলার শুনানি শুরু হবে ১৮ এপ্রিল।

রেলওয়ে উপদেষ্টা অ্যাডভোকেট আজিজুল ইসলাম জানান, সমন্বয়হীনতার কারণে সেসময় রেল কর্তৃপক্ষ আদালতে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তিনি আরো বলেন, জাল দলিলে আদালত থেকে ডিক্রি লাভ করেন আশরাফুল।

অন্যদিকে স্থানীয় আশরাফুল ইসলামের দাবি, ১৯৬৮ সালে আলিমউদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে এ জমি কেনেন তারা। ২০০৭ সালে যার মালিকানা দাবি করে রেলওয়ে। বিষয়টি নিয়ে আদালতে যান তারা। প্রথমে আংশিক এবং আপিলে পুরো ৮৫ শতাংশই তার বলে রায় দেন পঞ্চগড়ের আদালত।

এদিকে, আশরাফুল ইসলাম এই ৮৫ শতাংশের মধ্যে ৭৫ শতাংশ জমি এরই মধ্যে আব্দুল্লাহ আল জুবেরী, আরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং রিক্তা বানু কাছে বিক্রি করে দিয়েছেন। ফলে জমি ফেরতের বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়