শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৭:৪৫ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোষ্ঠকাঠিন্য দূর করার সুন্নতী চিকিৎসা

সাইদুর রহমান: হাদীসে তিব্বে সানা সানূত (সানা মক্কী) নামে একটি বিষয় এসেছে। যা আমাদের দেশে সোনা পাতা নামে পরিচিত। এটি মানুষের শরীরে বিভিন্ন রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরি একটি উপাদান। যদিও আমরা ওষধি এ পাতাটির সাথে তেমন একটা পরিচিত নই। আলহামদুলিল্লাহ্ বিশ্বের বিভিন্ন দেশে এর প্রচলন রয়েছে।

এ বিষয়ে হাদীসে রাসূল (সা.) বলেন, "তোমরা কোষ্ঠকাঠিন্য দূর করতে সানা সানূত ব্যবহার কর। মৃত্যু ব্যতীত এটি সকল রোগের অষুধ।" (সুনানে ইবনে মাজাহ-৩৪৫৭)

অন্য এক হাদীসে রাসুল সা. বলেন, এমন কোনো প্রতিষেধক যদি থাকতো, যা মৃত্যুকে প্রতিরোধ করতে পারতো, তাহলে তা হতো সিনা/ সোনা পাতা ( আত-তিরমিযী, হাদিস নং ২০৩১ )
রাসুল সা. আরো বলেন, অবশ্যই তোমাদের সোনা /সিনা (ঝধহহধ) ও শুলফা ব্যবহার করা উচিত । এ দুটোতে সাম ছাড়া সকল রোগের নিরাময় রয়েছে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসুলাল্লাহ ! সাম কি? তিনি বললেন “মৃত্যু” । ইবনে মাজাহ, চিকিৎসা অধ্যায়, হাদিস নাম্বারঃ ৩৪৫৭ ।

তিব্বে সানা সানূত (সানা মক্কী) বা সোনা পাতার উপকারিতাঃ
#কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
#গ্যাস্ট্রিক এর সমস্যা দূর করতে সাহায্য করে।
#কৃমিনাশক ( কৃমি সমস্যার জন্য অত্যান্তকার্যকারি)
#পাইলস এর প্রতিরোধক ও প্রতিষেধক ।
#ব্ল্যাকম্যাজিক (কালোযাদু) এর চিকিৎসায় ব্যবহৃত হয়। ( এ ক্ষেত্রে রোগিকে রুকিয়া করা সানা পাতা/সোনামুখী পাতার রস খাওয়ালে ভালো ফল পাওয়া যায়)
#স্থুলতা কমাতে সাহায্য করে।
#উচ্চথরক্তচাপ কমাতে সাহায্য করে।
#রুচি বৃদ্ধি করে।
#বাত, #আরথ্রাইটিস এর প্রতিষেধক,
#চর্মরোগ (#ব্রন, #একজিমা ইত্যাদির) এর প্রতিষেধক ও প্রতিরোধক।
#পেটের বর্জ্য পরিষ্কার করে। ইত্যাদি...এছাড়াও অন্যান্য রোগের ক্ষেত্রে খুবই উপকারি।

ব্যবহার/সতর্কতাঃ
অনেক গবেষকরা অস্ত্রের প্রদাহ,আলসার,এপেন্ডিসাইটিস ইত্যাদি ক্ষেত্রে সানাপাতা না খাওয়াকে উত্তম মনে করেন। বিশেষ করে গর্ভবতী মহিলা এবং ৫ বছরের নিচের বাচ্চাদের এ হাবস ব্যবহার করা উচিত নয়।
সানাপাতা/সোনামুখী পাতার রস বেশী মাত্রায় খেলে শরীরে পটাশিয়াম লেভেল কমে যেতে পারে।
সোনাপাতা সেবনের পদ্ধতি ঃ
সোনাপা গুড়া ১ বা দের চামচ এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখতে হবে, ভোর সকালে জাল দিয়ে গরম করে খালি পেটে চায়ের মত খেতে হবে। এটা খাবার পর রোগি তার অন্ত্রে একটু ঢিলেঢালা ভাব অনুভব করবেন। এর কার্যকারিতা টের পাওয়া যাবে ৭ ঘন্টার মধ্যে এবং প্রায় ২০-২২ ঘন্টার মতন এর কার্যকারিতা থাকবে। সানাপাতা সাধারণত ২ ভাবে কেনা যায়। আস্ত পাতা অথবা গুড়া করা পাউডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়