শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের পারফর্মেন্স দেখে রাখা হবে বিশ্বকাপ স্কোয়াডে

নিজস্ব প্রতিবেদক : দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। আগামী ২৩ এপ্রিলের মধ্যে দল ঘোষণার শেষ সময় বেধেঁ দিয়েছে আইসিসি। এরইমধ্যে অনেকেই দল ঘোষণা করলেও বাংলাদেশের দল ঘোষণা করা হবে আগামী ১৮ এপ্রিল। এর আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স দেখেই চূড়ান্ত করা হবে বিশ্বকাপ স্কোয়াড। তিনি বলেন, ‘১৮ তারিখ যে ১৫ সদস্যের বিশ্বকাপ দল দেওয়া হবে সেটা দেওয়ার জন্য (২৩ তারিখের আগে দল দেওয়ার জন্য)। তবে এর আগে আয়ারল্যান্ডে যে তিন জাতি ক্রিকেট আছে, তার জন্যও কিছু অপশন রাখা হবে। সেখানে আমরা দেখব কারা ভালো পারফর্ম করে। সেখানে ভালো পারফর্ম করলে দলে চলেও আসতে পারে।’

এছাড়াও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ছন্দপতন নিয়ে তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ধারাবাহিকতা নেই। সৌম্য-লিটন একদিন রান করলো দশ ম্যাচে খবর নেই। সাব্বিরও এক ম্যাচে ভীষণ মারতে পারে, দারুণ হাত খুলে মারলো, তারপর আবার দুই-তিন খেলায় খবর নেই।’

তাই ত্রিদেশীয় সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরে নিয়ে যারা ভালো পারফর্মেন্স করবে তাদেরই হয়তো বিশ্বকাপ স্কোয়াডে দেখা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়