শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৬:৫৮ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে দলে জায়গার পাশাপাশি নতুন সুখবর পেলেন স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: নির্বাসন কাটিয়ে বিশ্বকাপের দলে জায়গা পেলেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ব্যাটসম্যান ডেবিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। সেটাতেই থামিয়ে নেই এই দু’ব্যাটসম্যানের জন্য রয়েছে আরেকটি সুখবর। দলে ফেরার পাশাপাশি ২০১৯-২০ মৌসুমের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতেও আছেন তারা।

সোমবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করার পাশাপাশি ২০১৯-২০ মৌসুমের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথ-ওয়ার্নারের পাশাপাশি এই চুক্তিতে ফিরেছেন পেসার জেমস প্যাটিনসন। তবে কপাল পুড়েছে মিচেল মার্শ, ম্যাট রেনশো'র। এছাড়া কুর্টিস প্যাটারসনকেও এই চুক্তিতে রাখেনি দেশটির ক্রিকেট বোর্ড।

আর গেলবারের চুক্তিতে থাকা অ্যাস্টন টার্নার, কেন রিচার্ডসন, বিলি স্ট্যানলেকে এবং অ্যান্ড্রু টাইকেও নতুন চুক্তিতে জায়গা দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের জায়গায় এই চুক্তিতে নতুন করে জায়গা হয়েছে পেসার নাথান কুল্টার নাইল, ওপেনার মার্কাস হ্যারিস এবং লেগ স্পিনার অ্যাডাম জাম্পার।

২০১৯-২০ মৌসুমের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা: প্যাট কামিন্স, নাথান কুল্টার নাইল, অ্যালেক্স ক্যারি, অ্যারন ফিঞ্চ, উসমান খাওয়াজা, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, ট্র্যাভিস হেড, জশ হ্যাজলউড, নাথান লায়ন,  গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, টিম পেইন, জেমস প্যাটিনসন, ঝেই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়ইনস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়