শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় কাঁচা বাজার ইজারাদার-বাজার ব্যবসায়ীদের মধ্য সংঘর্ষ-গোলাগুলি- আহত-৩

মাহফুজ নান্টু:  জেলার বুড়িচং উপজেলায় অবস্থিত  সর্ববৃহৎ কাঁচা সবজির পাইকারী বাজারের ইজারাদার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩ আহত হয়।
জানা যায়, দৈনিক ৮-১০ কোটি টাকার কাঁচা সবজির লেনদেন ঘটে নিমসার বাজারে। এ লেনদেনকে কেন্দ্র করে বাজারের ইজারাদার ইচ্ছেমত খাজনা আদায় করে। খাজনা আদায়  সংক্রান্ত  সরকারী কোন নির্দেশনা বা সাইবোর্ড না থাকায় বাজারের ইজারাদার ইচ্ছে মাফিক খাজনা আদায় করে। এতে করে স্থানীয় ব্যবসায়ীদের সাথে ইজারাদারদের মধ্য ধাওয়া পাল্টা ও সংঘর্ষ পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।
গত রবিবার ভোররাত থেকে সংঘর্ষের এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। পরে এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এর মাঝেই   কয়েক দফা সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ  ৬ রাউন্ড ফাঁকা  গুলি করে ।
গতকাল সংঘর্ষ গোলাগুলির  ঘটনায় বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্য দিনভর আতংক বিরাজ করে। পরে বিকেল ৪ টায়  পাল্টাপাল্টি  অভিযোগ এনে দু পক্ষই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ  সরকারী নিয়ম নীতি উপেক্ষা করে ইজারাদাররা ইচ্ছেমাফিক খাজনা আদায় করে। এতে করে প্রত্যাশিত মুনাফা নিয়ে শংকায়  থাকতে হয় ব্যবসায়ীদের।
গত বছর ও চলতি বছর বাজারটি ইজারা নেয় ময়নামতি ইউপি  এলাকার আকাবপুর গ্রামের মামুনুর রশিদ। তিনি জানান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের বাধার কারনে খাজনা আদায় করতে পারেন না তিনি । যে কারনে গত বছর দু কোটি টাকা ক্ষতি হয় ইজারাদার মামুনের।  এমন ক্ষতির পরেও এ  বছর আবারো মুনাফায় আশায় বাজারটি ইজারা নেন মামুন।তবে আগের মতই  ওই রাজনৈতিক নেতৃবৃন্দসহ বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি  কবির মেম্বার মিলে গত কয়েকদিন ধরে আমার লোকজনকে খাজনা আদায়ে বাঁধাগ্রস্ত করছে। আমি দরপত্রের মাধ্যমে বাজার ইজারা নিয়ে এখন খাজনা আদায় করতে পারছিনা। গত রবিবার ভোরে আমার লোকেরা বাজারে খাজনা আদায় করতে গেলে মিন্টু (৩৫) নামে আমার এক কর্মচারীকে  পিটিয়ে গুরুতর আহত করে একদল দূর্বৃত্ত। মিন্টু  এখন কুমিল্লা  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তবে অভিযোগের বিষয়টি মিথ্যে বানোয়াট উল্লেখ করে  বাজার কমিটির সাধারণ সম্পাদক  মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল কাদের জিলানী বলেন, ইজারাদার মামুন অসাধুপায় অবলম্বন করে বাজারটির ইজারা নেয়। ইজারা নিয়ে  বহিরাগত সন্ত্রাসী বাহিনী এনে বাজারের শান্তি শৃঙ্খলা নষ্ট করা শুরু করে । দেশের শীর্ষ ইয়াবা  ব্যবসায়ী  নিমসার কাঁচা বাজারের ইজারাদার  মামুন মূলত  ইয়াবা ব্যবসার সম্প্রসারণের জন্যই মূলত বাজার ইজারা নেয়।
ঘটনার দিন  সকালে বাজারের মাছ ব্যবসায়ীদের মারধর করে। এতে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ধাওয়া দেয়। পরে মামুনের লোকজন পাল্টা ধাওয়া দিলে দু পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দু জন ব্যবসায়ী ও একজন খাজনা আদায়কারী সহ মোট তিনজন আহত হয়।
তবে বহু পুরনো এবং সরকারের রাজস্ব আয়ে কুমিল্লার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান  নিমসার বাজারে কোন রকম অনিয়ম বিশৃংখলা সহ্য করা হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন
বাজারের আড়ৎ ব্যবসায়ী ও কল্যাণ সমিতির সভাপতি সাবেক ইউপি সদস্য  হুমায়ুন কবির বলেন, বাজারটি বহু লোকের কর্মসংস্থানের উৎস।  এ বাজারে ব্যবসায়ীদের স্বার্থে কোন   অনিয়ম ও অত্যাচার  সহ্য করা হবে না।  প্রয়োজনে এ বিষয়ে আমরা  প্রশাসন বরাবর  লিখিত অভিযোগ করবো।
তবে নিমসার কাঁচা বাজারের  পরিস্থিতির বিষয়ে  বুড়িচং থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, নিমসার একটি বৃহৎ বাজার। ভোর রাতে সংঘর্ষের খবর পেয়ে আমি  অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেই। এ সময়  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫/৬ রাউন্ড ফাঁকা গুলি করে । ইজারাদার ও স্থানীয় ব্যাবসায়ী নেতাদের সাথে খাজনা আদায়ের দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  আমরা উভয় পক্ষের সাথে আলাপ করে দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করছি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।।
  • সর্বশেষ
  • জনপ্রিয়