শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৫:২০ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পহেলা বৈশাখেই আত্মহত্যা করতে চেয়েছিল ইমন, বাঁচাল পুলিশ

ডেস্ক রিপোর্ট  : সড়ক দুর্ঘটনায় দুই হাত ভেঙে যাওয়া ইমন আহমদ (২২) আর্থিক অসচ্ছলতায় ঠিকমতো চিকিৎসাও করাতে পারছিলেন না। তাই সিদ্ধান্ত নিয়েছিল নতুন বছরের প্রথম দিনে ট্রেনে কাটা পড়ে আত্মহত্যা করবে। অবশেষে তা আর হলো না। খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।

রোববার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশন-সংলগ্ন কুমড়াকাপন এলাকায় সিলেট-আখাউড়া রেলপথে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন কমলগঞ্জ পৌরসভা এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি একটি বাসের হেলপার ছিলেন। কিছুদিন আগে হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় তার দুই হাত ভেঙে যায়। দুই হাতে প্লাস্টার করলেও আর্থিক অসচ্ছলতার কারণে সুচিকিৎসা হচ্ছিল না তার। ধীরে ধীরে তার ভাঙা হাতে যন্ত্রণা বাড়ছিল। একপর্যায়ে তিনি আত্মহত্যার চেষ্টা চালান।

কমলগঞ্জ থানা-পুলিশ জানায়, রোববার পহেলা বৈশাখের দিন বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন খবর দেন, এক যুবক রেললাইনের ওপর শুয়ে আছেন। ওই সময় ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর পারাবত ট্রেনের জায়গাটি অতিক্রম করার কথা ছিল। স্থানীয় লোকজন রেলপথ থেকে সরে যাওয়ার কথা বললেও ইমন কারও কথাই শুনছিলেন না। এমন খবর শুনে কমলগঞ্জ থানার উপপরিদর্শক সুরুজ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ইমনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, দুই হাত ভেঙে যাওয়ায় আর্থিক অসচ্ছলতার কারণে সুচিকিৎসা করতে পারছিলেন না। তাই তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন।

মো. আরিফুর রহমান আরও বলেন, সুচিকিৎসার জন্য ইমনকে উপজেলা প্রশাসনে মানবিক আবেদনের পরামর্শ দেয়া হয়েছে।

উৎসঃ যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়