শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৩:৪৮ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশবাড়ীতে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

আরিফ উদ্দিন : বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

রোববার সকালে সদরের এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী মোস্তফা রেজা গোলাপ, শহিদুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসি নুরুন্নবী প্রধান সবুজ, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান ও সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে স্থানীয় শিল্পীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়