শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজস্ব স্মারকে আন্তর্জাতিক অঙ্গনে সমুজ্জ্বল বাঙালি

জিয়ারুল হক : বিশ্বায়ন যেমন প্রভাবিত করছে বাঙালিকে, নিজস্ব স্মারকে বাঙালিও জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে। জাতীয় মাছ ইলিশ এখন বাংলাদেশের জিআই পণ্য। জামদানী ও শীতল পাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়। বর্ণিল সুতোর বুননে বিশ্ব বাজারে বেড়েছে নকশি কাঁথার কদর।

নদীমাতৃক বাংলাদেশের মানুষগুলোর পরিচিতি মাছে-ভাতে বাঙালি বলে। এর মর্যাদা আরো বাড়িয়েছে ইলিশের ভৌগোলিক নির্দেশক--জিআই পণ্য হিসেবে ২০১৭ সালে পাওয়া স্বীকৃতি। এতে এই মাছ বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃত সারা বিশ্বে। পাশাপাশি ইলিশের জিন রহস্য উদ্ঘাটনের আন্তর্জাতিক স্বীকৃতিও আদায় করেছে বাঙালি।

শীতল করা, ক্লান্তি-হরা যেখানে তার অঙ্গ রাখি, সেখানটিতেই শীতল পাটি। কবিতায় সত্যেন্দ্রনাথ দত্ত এ পাটিকে তুলনা করেছেন বাংলার মাটির সঙ্গে। শোনা যায় এটি জায়গা করে নিয়েছিলো রানি ভিক্টোরিয়ার রাজপ্রাসাদেও। ২০১৭ সালে ইউনেস্কোর বিশ্ব নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হয় শীতলপাটি।

নানা রঙের সুতায় আবহমান বাঙলার আনন্দ-বেদনার কাব্য নকশী কাঁথা। গৃহিনীর নিপুণ হাতে ফুটিয়ে তোলা নিজের জীবনেরই ছবি। এর পরতে পরতে লুকিয়ে থাকা ঐশ্বর্য বাংলাদেশের সংস্কৃতিকে উজ্জ্বল করেছে আন্তর্জাতিক মণ্ডলে।

ঢাকাই মসলিনের স্বীকৃতি এসেছে জামদানীর হাত ধরে। জামদানী বুনন পদ্ধতিও ইউনেস্কোর নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত।

আর এসব নিয়েই বিশ্ব দরবারে নিজেকে গর্ব ভরে তুলে ধরছে বাঙালি।  সূত্র : ইনডিপেন্ডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়