শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের মাঠে বিশ্বকাপ, পাকিস্তানকে দ্বিতীয় ফেভারিট বলছেন মরগান

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ১টি টুয়েন্টি খেলবে পাকিস্তান। বিশ্বকাপের আগে এই সিরিজটি পাকিস্তান দলকে সাহায্য করবে ইংল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার বলে বিশ্বাস করেন ইংল্যান্ডের ওয়ানডে দলপতি ইয়ন মরগান। এবারের বিশ্বকাপে পাকিস্তানকে দ্বিতীয় বা তৃতীয় ফেভারিট দল হিসেবেও মানছেন তিনি।

ওয়ানডে সিরিজটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে আশা করছেন মরগান। এছাড়া ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় বিশ্বকাপে পাকিস্তানকে অনুপ্রেরণা দিবে।

মরগানের চোখে সেবার অসম্ভব ভালো ক্রিকেট খেলেছিল পাকিস্তান। সেমিফাইনালে তাঁদেরকে হারিয়েই ফাইনালে উঠেছিল সরফরাজ আহমেদের দল। কিন্তু বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে লড়তে মুখিয়ে আছেন মরগান। তাঁর ভাষায়,

'পাকিস্তানের সাথে আমরা ৫টি ওয়ানডে খেলব, এরপর আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে এবং টি-টুয়েন্টি ম্যাচ আছে আমাদের। গ্রীষ্মের মৌসুমে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার জন্য বড় সুযোগ এটি। সেই সঙ্গে ভালো এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট হবে আশা করছি।

'পাকিস্তানেরও ভালো সুযোগ থাকছে বিশ্বকাপে ভালো করার। এবারের বিশ্বকাপে তাঁদের দ্বিতীয় বা তৃতীয় ফেভারিট দল হিসেবে দেখছি আমি। তাঁরা এখানে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, অসম্ভব ভালো ক্রিকেট খেলেছিল তাঁরা। সামনের সিরিজটি খেলতে মুখিয়ে আছি আমরা।'

ইংল্যান্ড বিশ্বকাপের জন্য এখনও দল ঘোষণা করেনি পাকিস্তান। যদিও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং বিশ্বকাপের জন্য একসাথে দল ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

৫ই মে টি-টুয়েন্টি সিরিজের একমাত্র টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে দুইদল। ওয়ানডে সিরিজ শেষেই ৩০শে মে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপের। ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়