শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ১১:৩২ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভিএম বাতিলের জন্য নাইডু, কেজরিওয়ালসহ শীর্ষস্থানীয় নেতাদের মিটিং

লিউনা হক : ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ভারতের নির্বাচন কমিশনের ত্রুটিপূর্ণ ইভিএমে ভোট কারচুপির বিষয় নিয়ে বাকবিতণ্ডা চলছে গতকাল শনিবার থেকে। নাইডুর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে। তখন নির্বাচন কমিশন উল্লেখ করে ভোট কারচুপি মামলায় অভিযুক্ত একজন ব্যক্তি নাইডুর দলে আছেন।

নির্বাচন কমিশনকে দেয়া নাইডুর পত্রের জবাবে নির্বাচন কমিশন জানতে চায় ২০১০ সালে করা একটি মামলায় অভিযুক্ত ব্যক্তি কেন তার তেলেগু দেশম পার্টি (টিডিপি) নির্বাচনী দলের সদস্য। পত্রে আরো জানানো হয়, নির্বাচন কমিশনের প্রযুক্তি দলের পক্ষ থেকে হরি প্রসাদ ভেমুরু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

টিডিপি তার জবাবে বলে, গত নয় বছরে হরি প্রসাদ ভেমুরুর নামে কোন মামলার চার্জশীট দাখিল হয়নি। তারা দাবি করেন তিনি হলেন নয় বছর আগে দেয়া যুক্তরাষ্ট্রভিত্তিক ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন (ইএফএফ) থেকে পিয়ানোয়ার অ্যাওয়ার্ডে ভূষিত ভারতের সর্বপ্রথম এবং একমাত্র ব্যক্তি।

দলটি তার প্রত্যুত্তরে নির্বাচন কমিশনকে বলে, এই বিষয়টির উপর গুরুত¦ দেবার বদলে কমিশন বিষয়টিকে এড়িয়ে যাবার চেষ্টা করছে’। টিডিপি তার জবাবে বলে, আমাদের পক্ষ হয়ে হরি প্রসাদ ভেমুরু যে বিষয়টি উত্থাপন করেছেন সে বিষয়টির বোধগম্য, স্বচ্ছ, পরিষ্কার উত্তর দেয়া উচিত।

নাইডু অভিযোগ করেন যে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনের প্রথমদিনে তার রাজ্যে ৩০ থেকে ৪০ শতাংশ ইভিএম সঠিকভাবে কাজ করেনি। প্রায় ১৫০ টি ভোটকেন্দ্রে পুনরায় নির্বাচন করার দাবি করেন এবং নির্বাচন কমিশনকে সরকারের নির্দেশনুযায়ী কাজ করার দায়ে অভিযোগ করেন।

আজ দুপুরে নাইডু সহ অন্যান্য বিরোধী দলের নেতারা যেমন অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের কাপিল সিবাল ও অভিশেক মনু সিংভী, তৃণমূলের নাদিমুল হক, বামপন্থী নেতারাসহ ভারতের সমাজবাদী দলের নেতারা রাজধানী দিল্লীতে ইভিএমে ভোট কার্যক্রমের বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়