শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা 

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিনিয়ত রুট ও কৌশল বদলাচ্ছে মাদক মাফিয়ারা

ইসমাঈল হুসাইন ইমু : প্রতিনিয়ত ভিন্ন কৌশল ও রুট বদলে ফেলছে মাদক মাফিয়ারা। মাদক মাফিয়ারা টেকনাফে নতুন করে আরও পাঁচটি র‌্যাবের ক্যাম্প স্থাপন ও বিজিবির বিপুল সংখ্যক সদস্যের কড়া পাহাড়া থাকলেও থেমে নেই ইয়াবা পাচার।

আন্তর্জাতিক মাফিয়াচক্রের সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন কৌশলে ইয়াবা ঢোকাচ্ছে বাংলাদেশে। কৌশলের অংশ হিসেবেই মাদক ব্যবসায়ীরা সমুদ্র পথে ইয়াবা আনছে। সম্প্রতি হেলিকপ্টারে করেও ইয়াবা পাচার হচ্ছে দেশের বিভিন্নপ্রান্তে। এছাড়া আলু, পটল, কাঠাল, পেয়াজ, রশুন শুকনা মরিচ এবং মানুষের পেটের ভেতরে ঢুকিয়ে ইয়াবা আনা হচ্ছে। বেকারত্ব এড়াতে বা অল্প পরিশ্রমে দ্রুত লাভের আশায় ইয়াবা পাচারে জড়িয়ে পড়ছে অসংখ্য যুবক-যুবতী।

গত ৩ এপ্রিল দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতাল মেডিকেল কলেজ মর্গে এক নারীর লাশের ময়নাতদন্ত করতে গিয়ে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ৪০ বছর বয়সি ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। কে বা কারা হাসপাতালে তার লাশ রেখে যায়। একদিন আগে সন্ধ্যার দিকে ২ যুবক এই নারীকে হৃদরোগ ইস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করলে ওই দুজন অ্যাম্বুলেন্স নিয়ে আসার কথা বলে বেরিয়ে আর ফেরেনি। ওই নারীর পেটে ৫৭ প্যাকেট ইয়াবা পাওয়া যায়। গত ২৯ মার্চ কক্সবাজারের টেকনাফে ১৩ রোহিঙ্গার পেটের ভেতর থেকে ৪৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ সীমান্ত অতিক্রম করা ২৩ রোহিঙ্গাসহ ২৬ জনকে ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এক্সরে করে এদের মধ্যে ১৩ রোহিঙ্গার পেটে ইয়াবা নিশ্চিত হওয়া যায়। তাদের প্রত্যেকের পেটে ৩ হাজার পিসেরও বেশি ইয়াবা পাওয়া যায়। এর আগে কক্সবাজারে মাছের পেটে করেও ইয়াবা পাচারের ঘটনা ঘটেছে। আর ডাব, কাঠাল, তরমুজসহ নানা ফলের মধ্যেও ইয়াবা পাচারের ঘটনা পুরনো।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সাবেক মহাপরিচালক মোদাব্বির হোসেন চৌধুরী বলেন, দেশ থেকে মাদক নিয়ন্ত্রণ করা কঠিন। উন্নত বিশ্বের বিভিন্ন দেশও মাদক সমস্যায় জর্জরিত। তারাও হিম সিম খাচ্ছে। এখানে যারা নিয়ন্ত্রনের দায়িত্বে নিয়োজিত তাদের একটি অংশ মাদক নেটওয়ার্কে যুক্ত। তাছাড়া মাদককে নিয়ন্ত্রনে রাখতে হলে এটাকে জাতীয় সমস্যা হিসেবে আখ্যায়িত করে একযোগে সরকারও বিরোধীদল যারা আছে সবাইকে মাঠে নামতে হবে। এর কুফল সম্পর্কে প্রচার করতে হবে। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর দায়ভার চাপিয়ে দিলে হবে না। যে যে খানে আছে স্ব স্ব অবস্থান থেকে ইয়াবার বিষাক্ত ছোবলের কথা জানান দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়