শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৮:৪১ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উৎসবের দিনে ভোগান্তিহীন ঢাকার উত্তরাংশের সড়ক

মো. আল-আমিন : সারা দেশে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। নববর্ষ উপলক্ষ্যে রাজধানীতে ছায়ানটসহ বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানমালা। ভোরে রাগালাপের মধ্য দিয়ে ১৪২৬ বঙ্গাব্দকে বরণ করে নেন ছায়ানটের শিল্পীরা। এবারে তাদের প্রতিপাদ্য ছিল ‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’।

প্রতিবছরের মতো এবারও নববর্ষে যথারীতি সরকারি ছুটি থাকায় ঢাকার একাংশ ছিল সকাল থেকেই প্রায় ফাঁকা। ঢাকার উত্তরাংশের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা যায় গণপরিবহন পর্যাপ্ত থাকলেও যাত্রী ছিল খুবই কম। তবে যারা বের হয়েছেন বেশির ভাগের গন্তব্য ছিল রমনা কেন্দ্রিক। এছাড়াও বিভিন্ন বিনোদন কেন্দ্রেও যাচ্ছে অনেকে। কিন্তু ঢাকার দক্ষিণাংশে তিল ধারনের জায়গা নেই। উত্তরের অনেক মানুষ জ্যামে পড়তে পারে ঐ এলাকাগুলো এড়িয়ে চলে।

কয়েকজন চালকের সাথে কথা বলে জানা যায়, সকাল থেকে তাদের অনেক গাড়ী বের হলেও যাত্রী সংকট ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রী বাড়বে এমনটাই আশা করেন তারা।

সরেজমিনে ঘুরে দেখা যায় গুলশান, মহাখালী, লিংকরোড, বিজয় সরনী, ফার্মগেট, আসাদগেট, গুলিস্তান, খামারবাড়ীসহ ঢাকার বিভিন্ন সিগনাল প্রায় ফাঁকা ছিল। অলস সময় পার করছে ট্রাফিক পুলিশরা।

পল্পব নামের একজন যাত্রী জানান, নববর্ষ উপলক্ষ্যে পরিবারসহ ঘুরতে বের হয়েছি। সচারাচর এতটা ফাঁকা ঢাকা দেখা যায় না। ভালো হলো সময় মতো যেতে পারব। তবে আসার সময় জ্যামে পড়তে হবে বলে মনে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়