শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৪:৫১ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নববর্ষ বাঙালির জীবনকে সুন্দর-সমৃদ্ধ করুক, বললেন প্রধানমন্ত্রী

জান্নাতুল ফেরদৌসী: সারাদেশে বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৬। রোববার (১৪ এপ্রিল) গণভবনে সব শ্রেণি পেশার মানুষের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, নববর্ষ বাঙালির জীবনকে সুন্দর-সমৃদ্ধ করুক।

প্রধানমন্ত্রী আরো বলেন, উন্নয়নের যে অগ্রযাত্রা আওয়ামী লীগ শুরু করেছে, তা অব্যাহত থাকবে। আগামীতে বাংলাদেশ বিশ্বে আরো উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে।

সব বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের লক্ষ্য জাতির পিতার আদর্শে উন্নত ও সোনার বাংলা গড়ে তোলা। পুরনো বছরের সব বাধা কাটিয়ে নববর্ষ বাঙ্গালির জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করবে, প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শাহবাগ ও টিএসটি মোড় ঘুরে ফের চারুকলার সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। অসাম্প্রদায়িক চেতনার প্রাণের উৎসব বর্ষবরণ। বাংলা বর্ষবরণে বাঙালির নানা আয়োজনের মধ্যে মঙ্গল শোভাযাত্রা অন্যতম।

শোভাযাত্রার উদ্বেধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছে পুরো এলাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়