শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৩:২২ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীর মৃত্যুতে শোকের মাতম, জাবিতে মঙ্গল শোভাযাত্রা স্থগিতেরর দাবি

নুর হাছান নাঈম, জাবি প্রতিনিধি : চারদিনের ব্যবধানে আকস্মিক মৃত্যু ঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের দুই শিক্ষার্থীর। গতকাল(শনিবার) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে হাসপাতালে নেওয়ার পথে এম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চতুর্থ বর্ষের নুরুজ্জামান নিভৃত। সহপাঠীর মৃত্যুতে শোকাহত শিক্ষার্থীরা অবস্থা বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা স্থগিততের আহ্বান জানিয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী নিভৃত শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে শনিবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা নিতে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। কিন্তু হাসপাতাল নিতে বিলম্ব ঘটে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: হরনাথ সরকার নিভৃতকে মৃত ঘোষণা করেন। তিনি জানান মেসিভ হার্ট অ্যার্টাকে তার মৃত্যু হয়।

বিলম্বের ঘটনায় ক্যাম্পাস জুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে মনববন্ধনের ডাক দিয়েছে।

এদিকে নিভৃতের আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নববর্ষের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মঙ্গলশোভাযাত্রাসহ সকল অনুষ্ঠান স্থগিতের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলে, শোক আর শোভাযাত্রা একসাথে চলতে পারে না।

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু ফেসবুকে লেখেন, প্রিয় জাহাঙ্গীরনগরবাসী দোহাই এই লাশের ওপর দিয়ে পহেলা বৈশাখ পালন কইরেন না৷ পাঞ্জাবী আর শাড়ি পরিহিত আপনারা তামাশা কইরেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়