শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ১১:১৯ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’

আহমেদ শাহেদ : স্বাগত ১৪২৬ বঙ্গাব্দ। আজ পহেলা বৈশাখ। অসাম্প্রদায়িক চেতনার প্রাণের উৎসব বর্ষবরণ। এবারও এ উৎসব এসেছে নতুন দিনের নতুন পথচলায় আমাদের জাতীয় জীবন আলোকিত করার জন্য। প্রতিটি নতুন বছর আসে নতুন বার্তা নিয়ে।

এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’। এমন এক সময়ে আমাদের সামনে পহেলা বৈশাখ হাজির হয়েছে, যখন নুসরাত হত্যাকাণ্ডসহ বনানী ও চকবাজারের আগুনে জাতীয়ভাবে আমরা জর্জরিত। এসব গ্লানি আর অকল্যাণের বিপরীতে আমরা মস্তক তুলিতে চাই অনন্ত আকাশে। যাতে এ ধরনের জীর্ণতাকে আমরা পদদলিত করে সামনের দিকে এগিয়ে যেতে পারি।

বাঙালির হাজার বছরের ঐতিহ্য অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখে অতীতের ভুলত্রুটি এবং গ্লানি ভুলে জীবনের সমৃদ্ধির প্রত্যাশায় আমরা আশায় বুক বা‍ঁধি। দেনা-পাওনা চুকিয়ে নতুন করে শুরু করি জীবনের জয়গান। এবারও বছরজুড়ে যাতে আমরা সবাই জীবনের জয়গান গাইতে পারি, এটাই আমাদের কামনা।

এটা স্বীকার করতে হবে যে, আমাদের ইতিহাস কৃষিজ ইতিহাস। তাই বাংলা বর্ষবরণের সঙ্গে কৃষিমাতৃক বাংলার নিবিড় যোগাযোগ রয়েছে। এরপরও বাঙালির নতুন বর্ষবরণ অনুষ্ঠানে সম্প্রতি কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। এ বছর যেন এইসব গ্লানি অপমান মুছে আমরা নতুন দিনের যাত্রাকে উদ্ভাসিত করতে পারি, নতুন বছরে এই হোক আমাদের শপথ। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়