শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৭:০৫ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত সম্পর্কে গণমাধ্যমের সংযোগ গুরুত্বপূর্ণ বললেন রীভা গাঙ্গুলী

আহমেদ শাহেদ : বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়নে দুই দেশের গণমাধ্যমের মাঝে সংযোগ বৃদ্ধি এক গুরুত্বপূর্ণ উপাদান বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস। ইউএনবি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ইন্ডিয়ান ইনস্টিটিউশন অব ম্যাস কমিউনিকেশন (আইআইএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘কানেকশন ২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সেই সাথে রীভা গাঙ্গুলী বাংলাদেশি শিক্ষার্থীদের সাহায্যে ভারতীয় সরকারের পদক্ষেপ নিয়ে এ সময় কথা বলেন।

‘সব অংশীজনদের জন্য থাকা অপরিমেয় সম্ভাবনা এবং সুযোগগুলো তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,’ বলেন ভারতীয় দূত।

তার মতে, দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আইআইএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা বন্ধুত্ব দিন দিন গভীর হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক কত ভালো হতে পারে সে বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্ব বিশ্বের জন্য এক উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী ভুটান-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন। ‘তারাও আমাদের প্রতিবেশী দেশ। তারা আমাদের কিছু স্থলবন্দর ব্যবহার করতে চায়।’

বাংলাদেশ ও ভুটানের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ভারত সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আইআইএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সভাপতি ইহসানুল করিম, সাধারণ সম্পাদক জাহিদ নেওয়াজ খান ও আইআইএমসি কেন্দ্রীয় অ্যালামনাই সভাপতি প্রসাদ সান্যাল অনুষ্ঠানে বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়