শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৪:৩৮ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ম সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পাঁচ চলচ্চিত্র

আবু সুফিয়ান রতন : ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক সার্ক চলচ্চিত্র উৎসব। ৯ম সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের পাঁচটি চলচ্চিত্র। আগামি ৭-১২ মে শ্রীংলকার রাজধানী কলম্বো’র ন্যাশনাল ফিল্ম কর্পোরেশনের ‘দি সিনেমা’ হলে প্রদর্শিত হবে সার্ক ভুক্ত দেশসমূহের ১টি মাস্টার চলচ্চিত্র, ২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাছাইয়ে ‘মাষ্টার ফিল্ম’ বিভাগে প্রদর্শিত হবে জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘আলফা’।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে জাতীয় পুরস্কার জয়ী নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ এবং নুর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’। এছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে নোমান রবিন পরিচালিত ‘কোয়ার্টার মাইল কান্ট্রি’এবং চৈতালী সমাদ্দার ও সাইফুল আকবর খান পরিচালিত ‘সি ইউ’।

সার্ক কালচারাল সেন্টার থেকে সংবাদটি নিশ্চিত করেছেন উৎসবের বাংলাদেশী পরামর্শক ও পরিবেশক মনজুরুল ইসলাম মেঘ। তিনি জানান, আগামি ৭ মে উদ্বোধনী উৎসবের মধ্যে দিয়ে সার্কভুক্ত দেশ সমূহের ৫টি করে চলচ্চিত্র নিয়ে উৎসবের পর্দা উঠবে।

৯ মে অনুষ্ঠিত হবে সার্কভুক্ত দেশসমূহের নবীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে একটি কর্মশালা এবং ১২ মে উৎসবের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে ৯ম সার্ক চলচ্চিত্র উৎসবের সমাপনী হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়