শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৪:৩৪ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রক্ত ও আদর্শের উত্তরাধিকারের সম্মিলনে সৃষ্ট সত্তার একমাত্র সফল উদাহরণ শেখ হাসিনা, বললেন পূর্তমন্ত্রী

ফাহিম বিজয় : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রক্তের উত্তরাধিকার ও আদর্শের উত্তরাধিকারের যখন সম্মিলন ঘটে হয় তখন অনন্য, অসাধারণ, বর্ণাঢ্য ও অবিস্বরণীয় আবহের সৃষ্টি হয়। সেটাই হচ্ছেন শেখ হাসিনা। মিয়ানমারের মানুষদের বিপন্ন অবস্থায় যখন সারা বিশ্ব দায়সারা দায়িত্ব পালন করেছে, সমুদ্রের বিশালতার মতো হৃদয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন নির্দেশ দিলেন, বর্ডার খুলে দাও। চ্যানেল আই

তিনি বলেন, সারা বিশ্ব দেখলো উন্নয়নশীল একটি ছোট্ট রাষ্ট্র, সেই রাষ্ট্রের স্টেটসম্যান, সারা দুনিয়ার স্টেটসম্যানদের হারিয়ে দিয়ে মানবতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করলেন। সে কারণেই তাকে বলা হয় ‘‘মাদার অব হিউম্যানিটি’’।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে কিছু ঘটনা ও রটনা’ এবং ‘মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক দুটি গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কীর্তির মধ্য থেকে যারা অমরত্ব লাভ করেন তেমন মহৎ মানুষের আলোচনা নির্যাস থেকে নিজের জ্ঞান সমৃদ্ধ করা যায়।

অবক্ষয়ের স্রোত থেকে আমাদের নৈতিকতা ও মূল্যবোধকে রক্ষায় আমাদের স্মরণীয় ও বরণীয় মানুষদের জীবনকে অনুসরণ করা দরকার। আমাদের পূর্বসুরী শেরে বাংলা, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এ জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে বিভিন্নভাবে অবদান রেখে গেছেন। তাদের রাজনীতি যাকে ঘিরে বিকশিত ও এক সময় পরিণতি লাভ করেছে, তিনি হলেন ইতিহাসের বরপুত্র, সমকালীন বিশ্বে নির্যাতিত, নিষ্পেষিত মানুষের মুক্তি আন্দোলনের প্রতিচ্ছবি, আমাদের স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধুকে নিয়ে জঘন্যতম মিথ্যাচার হয়েছে। একসময় প্রমাণিত হলো সেসব সত্য নয়। তাত্ত্বিক রাজনীতির কেউ কেউ বলেছিলেন, শেখ মুজিব প্রধানমন্ত্রী হওয়ার জন্য আস্ফালন করছেন। কিন্তু ইতিহাসের বর্ণাঢ্য ধারায় যা স্বরণীয় হয়ে থাকলেঅ তা হলো, শেখ মুজিবকে প্রধানমন্ত্রীর প্রস্তাব দেয়ার পরও তিনি তা প্রত্যাখ্যান করে বললেন, আমি চাই বাংলার মানুষের অধিকার। সে রাজনীতির ধারাবাহিকতা শেখ মুজিব থেকে শেখ হাসিনা।

শ ম রেজাউল করিম বলেন, ইতিহাসের বরপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ হাসিনার ধারাবাহিকতা যদি লক্ষ্য করি, তাহলে বলতে পারি ৩০ লাখ মানুষ যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করে জীবন উৎসর্গ করেছিলেন, তাদের সেই স্বপ্নের লক্ষ্য ছিলো, বাঙালি দুবেলা দুমুঠো খেতে পারবে, অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব থাকবে না।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যতবার পড়া হয়, ততবার তার ভেতর থেকে দার্শনিকতা পরিস্ফুট হয়। এটা বিশ্বের বিস্ময়। অপরদিকে মায়ের ভূমিকায় দেখি শেখ হাসিনাকে। রাস্তায় পড়ে থাকা মানুষকে যখন তিনি বুকে টেনে নেন, তখন দেখি তিনি একজন মানবতাময়ী মা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়