শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৪:৩১ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে গৃহবধুর লাশ উদ্ধার

সুজন কৈরী : রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি বাসা থেকে সানজিদা ইয়াসমিন সূচী (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টার দিকে বনশ্রীর সি ব্লকের ২ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির পাঁচতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। ইয়াসমিনের স্বামীর নাম রায়হান মোস্তফা। তিনি ইস্টার্ন ব্যাংকের সাভার শাখায় রিলেশন ম্যানেজার হিসেবে কর্মরত। রায়হান-সূচী দম্পতির তিন সন্তান রয়েছে।

জানা গেছে, সূচীর বাবার নাম মৃত শাহ আলম তালুকদার। গ্রামের বাড়ি রাজশাহী জেলার সাহেব বাজারে। ১৪ বছর আগে পারিবারিকভাবে রায়হানের সঙ্গে বিয়ে হয়েছিল তার। রোববার পহেলা বৈশাখের দিন তাদের বিয়ে বার্ষিকী ছিল।

সূচির ভাগ্নে মনজুর মোর্শেদ সজিবের দাবি, তার খালার মৃত্যুর ব্যাপারে পরিবারের সন্দেহ রয়েছে। এটা আত্মহত্যা না হয়ে, হত্যাও হতে পারে। কারণ একবছর ধরে পূর্ব রামপুরার এক নারীর সঙ্গে তার খালুর পরকীয়া সম্পর্ক চলছে। এ বিষয়ে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হয়েছে। গত বৃহস্পতিবারও বিষয়টির চূড়ান্ত মীমাংসার চেষ্টা করা হয়। তবু তার খালু ওই নারীর সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। সজিব বলেন, দুপুর ২টার দিকে খালার শাশুড়ী ফোন করে জানান, খালা দুই ঘণ্টা আগে রুমে ঢুকেছেন, বের হচ্ছেন না। খবর পেয়ে আমরা ছুটে যাই। ডুপলিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখা যায়, ফ্যানের সঙ্গে খালার মরদেহ ঝুলছে। ছোট ছোট তিন শিশু সন্তান রেখে খালা কখনোই আত্মহত্যা করতে পারেন না। আমরা মনে করি, এর পেছনে খালুর হাত রয়েছে, এটা হত্যাকাণ্ড।

রামপুরা থানার ওসি কুদ্দুস ফকির বলেন, সূচীর স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়