শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৩:১৪ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চতুরাশ্রম (গার্হস্থ্য কথা)

শুক্লা পঞ্চমী

এই শহরে আমি আর মেঘ
দুজনেরই কোনো বাড়ি নেই
ডানা নেই তবুও উড়ি এবং ঘুরি।

একদিন মেঘের সাথে চুক্তি করেছিলাম
আমি তাকে ঘর দেবো সে দেবে ডানা।
সায়াহ্নের শেষ সূর্যের পানে চেয়ে
আমরা কিছুক্ষণ প্রার্থনাও করেছিলাম।

জানি না কি কারণে, দুজনেই শপথ ভঙ্গ করলাম
আমি খেয়েনিলাম মেঘ
আর মেঘ খেয়েনিল আমার সদিচ্ছা।

যদিও আমি আগে থেকেই ছিলাম তল্পিতল্পাহীন
কিন্তু আমার এই দেহো অস্থিসার!
আর এই ভুরুযুগল, এর ছিলো যুগল ধ্বনি।
প্রতিদিন সকাল সন্ধ্যা আহ্নিক শেষে
মিলে যেতো সন্ধিক্ষণে।

একদিন সূর্যাস্তের পানে চেয়ে দেখি
মেঘ আর বাতাস করছে টানাটানি।
কী ভীষণ! কী ভীষণ! চিৎকারে ফেটে যাচ্ছে ব্রহ্মার তালু
আমি তখন ভয়ে ঠকঠক করে কাঁপছি।
আর দেখছি জানু বেয়ে নামছে গঙ্গার অজানুলম্বিত চুল।

দীর্ঘথেকে দীর্ঘতর সেই চুল
আমি ঢেকে গেলাম সেই চুলের ভেতর
নিমজ্জিত সুর্য আমারই মতো ডুবু ডুবু
ঢুকে যাচ্ছে রাহুর মুখের ভেতর।

আমাদের ভেতরে আর কোনো বিভেদ নেই আকাক্সক্ষা নেই
বাহুভেদ করে একে অন্যের প্রতিজ্ঞা রক্ষা করছি
মেঘ আমাকে দিচ্ছে কোলাহলের জল
আর আমি জপে যাচ্ছি
ওঁম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়