শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০২:২৫ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ হাজার ৩শ কোটি ডলারে জ্বালানি কো¤পানি কিনছে শেভরন

নূর মাজিদ : জ্বালানি খাতের অপর এক মার্কিন কো¤পানি আন্ডার্কো কর্পোরেশনকে কিনতে এই বৃহৎ অংকের ক্রয় প্রস্তাব দিয়েছেন শেভরনের নতুন শীর্ষ নির্বাহী মাইক ওইর্থ । এই চুক্তি কার্যকর হলে, ফের বিশ্বের দ্বিতীয় বৃহৎ তেল উৎপাদনকারী কো¤পানিতে পরিণত হবে শেভরন। তাই আলোচিত ক্রয় প্রস্তাবের মাধ্যমে নতুন সিইও তার ব্যবসায়িক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, এমনটাই জানিয়েছে মার্কিন বাণিজ্যিক গণমাধ্যমগুলো।

বাণিজ্যিক গবেষণা সংস্থা ‘ডার্লিংইনফো অ্যান্ড উড ম্যাকেঞ্জি’ জানায়, বর্তমানে বিশ্বের শীর্ষ বেসরকারি জ্বালানি কো¤পানি এক্সন মোবিল কর্প। রাষ্ট্রায়ত্ত হওয়ায় এক নম্বরে নেই সৌদি আরামকো। তবে আলোচিত ক্রয় চুক্তিটি কার্যকর হলে বাণিজ্যিক দিক থেকে দ্বিতীয় অবস্থানে চলে আসবে শেভরন। কারণ, ডেলোয়ারভিত্তিক আন্ডার্কো কর্পোরেশন এবং শেভরন একক কো¤পানিতে পরিণত হবে।

ইতোপূর্বে, টেক্সাসভিত্তিক পাসাডেনা রিফাইনিং সিস্টেম কর্পকে কিনে নেয় শেভরন। ওই চুক্তিরও মূল রূপকার ছিলেন মাইক ওইর্থ। নিজ কো¤পানিকে বড় করার বাণিজ্যিক পরিকল্পনা নিয়েই তিনি এসব উদ্যোগ নিচ্ছেন। গত শুক্রবার তিনি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি বা আমার কো¤পানি সবসময়ই একটি মন্ত্রে বিশ্বাস করি। তা হলো, আমাদের প্রতিটি পদক্ষেপের মাধ্যমে আমরা আরো শক্তিশালী অবস্থান অর্জন করব।’

বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল ডাচ শেল। তৃতীয় স্থানে রয়েছে শেভরন। কো¤পানিটির মোট বাজারমূল্য ২৩ হাজার ৮শ কোটি ডলার। এরপরেই চতুর্থস্থানে রয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত পেট্রো-চায়না লিমিটেড। পেট্রো-চায়নার বাজারমূল্য ১৯ হাজার ৯শ কোটি ডলার।

রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়