শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০১:০৮ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপাচার্য সমস্যা সমাধানে গবিতে শিক্ষার্থীদের নোটিশ

অনিক আহমেদ, গবি সংবাদদাতা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদিত উপাচার্যের দাবিতে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে শনিবার (১৩ এপ্রিল) সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসহ প্রশাসনিক ভবন, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে 'উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ' শিরোনামে নোটিশ টানাতে থাকে শিক্ষার্থীরা। এতে বলা হয়, ‘উপাচার্য নিয়োগ সংক্রান্ত উচ্চ আদালতের রায় চূড়ান্তভাবে বলবৎ যোগ্য না হওয়া পর্যন্ত অর্থাৎ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের সুযোগ না হারানো পর্যন্ত অথবা রাষ্ট্রপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল না করা পর্যন্ত সর্বোচ্চ আগামী ২ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তবে প্রাক্তন শিক্ষার্থীদের সনদপত্র উত্তোলনসহ জরুরী কাজ সম্পাদনের সুবিধার্থে প্রতি বৃহস্পতিবার পরীক্ষা নিয়ন্ত্রক অফিস ও প্রশাসনিক ভবন খোলা থাকবে।’

নোটিশে আরো বলা হয়, আগামী ১৫ এপ্রিল সোমবার হতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করে কোনো শিক্ষক, কর্মচারী, প্রশাসনিক কর্মকর্তাদের প্রবেশ করতে দেয়া হবে না।

এ প্রসঙ্গে গণ বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক রনি আহমেদ জানান, ‘আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম ট্রাস্টি বোর্ডের সাথে মিটিংয়ে ইতিবাচক ফলাফল পাবো। কিন্তু দু:খের সাথে বলতে হচ্ছে, আমরা কোনো সন্তোষজনক সমাধান পাইনি। এ কারণে আমরা শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি।’

উল্লেখ্য, ইউজিসি অনুমোদিত উপাচার্যের দাবিতে গত ৬ এপ্রিল থেকে টানা আন্দোলন করে আসছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়