শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৯:১০ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাত জাহান হত্যা ও পাথরঘাটায় তরুণী ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন

ইমরান হোসাইন : ফেনীর সোনাগাজী উপজেলার অগ্নিদগ্ধ মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ও পাথরঘাটায় তরুণী ধর্ষণের শিকার ধর্ষক ও তার সহযোগীদের বিচারের দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করা হয়।

শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে এ মানববন্ধন করেন পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরাম।

গত বৃহস্পতিবার উপজেলার বাদুরতলা গ্রামের জলিল প্যাদা নামে এক যুবক পার্শ্ববর্তী গ্রামের এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে হরিনঘাটা বনাঞ্চলে বানর দেখানোর কথা বলে বনে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ধর্ষণের শিকার মেয়েটি পাথরঘাটা সদর ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরাম এর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র রোকনুজ্জামান রুকু, প্রফেসর খলিলুর রহমান, কাউন্সিলর মুনিরা ইয়াসমিন খুশি, সুশীলন কর্মকর্তা ইসমাইল হোসেন, নাসিরউদ্দিন সোহাগ, নাগরিক ফোরাম সম্পাদক মেহেদী সিকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবাদী ছাত্রী নুসরাত জাহানকে সুকৌশলে হত্যা করা হয়েছে। এসময় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ দোষীদের ও পাথরঘাটায় তরুণী ধর্ষণের ধর্ষক জলিল প্যাদা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়