শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈশাখের আয়োজনে ব্যস্ত বগুড়ার পালপাড়া

ফাতেমা ইসলাম : বৈশাখে বগুড়াতেও চলছে নানা আয়োজন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং প্রতিষ্ঠান গ্রাম বাংলার অতীত ঐতিহ্য তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন। পালপাড়ার কুমাররা তৈরি করছেন মাটির তৈজসপত্র ও খেলনা। সময় টিভি

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, দিনটিকে ঘিরে বগুড়ার পালপাড়ার কুমাররা ব্যস্ত সময় পার করছেন। কেউ হাড়ি, পাতিল, থালা আবার কেউবা ব্যস্ত বৈশাখী মেলার খেলনা ও শোপিস তৈরিতে। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বর্ষবরণে আলপনা আঁকা, মুখোশ ও জীবজন্তুর প্রতিকৃতি তৈরিতে ব্যস্ত।

পালপাড়ার কুমাররা বলেন, বৈশাখ আসলে আমরা অনেক ব্যস্ত থাকি, অনেক জিনিস বানাতে হয়।  দিনটি উদযাপনে গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে তুলে ধরতে প্রতিদিনই মহরত চলেছে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে।

বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হোসেন ময়না বলেন, ৫০ থেকে ৬০টির মতো সংঘঠন বিভিন্ন স্থানে পহেলা বৈশাখের দিন সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠান করবে। বিভিন্ন জায়গা থেকে শিল্পী আসবেন বৈশাখের অনষ্ঠানে।

বগুড়া জয়নাল আবেদীন কমার্স কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন শ্রাবনি বলেন, প্রতি বছরের মতো এবারো গান বৈশাখ বরণ অনুষ্ঠান থাকছে। আমাদের প্রতিষ্ঠান থেকেও এর আয়োজন করা হবে। সাথে বিভিন্ন সংগঠন থেকেও আয়োজন করা হবে। বর্ষবরণের এ উৎসবকে ঘিরে বগুড়ায় চলবে ৬দিনব্যাপী বৈশাখী মেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়