শিরোনাম

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৪:৫৪ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু'পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া যানজটে চরম দুর্ভোগে পড়েছে অফিসগামী লোকজনসহ যাত্রীরা। নয়াদিগন্ত

জানা গেছে, শুক্রবার বিকেল থেকে হিন্দু ধর্মাবলম্বীরা ব্রহ্মপুত্র নদীর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তাদের বাৎসরিক ধর্মীয় উৎসব পুণ্যস্নান করতে আসতে থাকেন। তিন দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে সারাদেশ থেকে লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বী অংশগ্রহণ করে। পুণ্যার্থীদের নিয়ে আসা পরিবহনগুলো মহাসড়কে দাঁড় করিয়ে রাখায় শনিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু'পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, চট্টগ্রাম যাওয়ার পথে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকা থেকে সাইনবোর্ড পর্যন্ত এবং ঢাকা আসার পথে লাঙ্গলবন্দ এলাকা থেকে গজারিয়া পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী তিশা পরিবহনের চালক সুরুজ মিয়া বলেন, যানজটের কারণে কুমিল্লার দাউদকান্দি থেকে মেঘনা ব্রিজের টোলপ্লাজা পর্যন্ত আসতে সময় লেগেছে সাড়ে তিন ঘণ্টা। স্বাভাবিকভাবে যেখানে আসতে সময় লাগে সর্বোচ্চ ৪০ মিনিট।

অন্যদিকে সোনারগাঁ থেকে ঢাকাগামী দোয়েল পরিবহনের যাত্রী মাজেদা আক্তার বলেন, ডাক্তার দেখানোর জন্য ঢাকা যেতে ২০ মিনিট হলো গাড়িতে উঠেছি। কিন্তু যানজটের কারণে বাস কাউন্টার থেকেই ছাড়তে পারেনি।

নুরুল আমিন নামে ঢাকাগামী এক ব্যাংক কর্মকর্তা বলেন, প্রতিদিনের ন্যায় আজো অফিসে যাওয়ার জন্য যথাসময়ে বাসা থেকে বের হয়েছি। কিন্তু রাস্তায় এসে দেখি তীব্র যানজট। তাই বাস থেকে নেমে প্রায় ৩ কিলোমিটার হেঁটে এখন নারায়ণগঞ্জ হয়ে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়