শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৩:২৬ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈশাখী রঙে তিতুমীর কলেজ

ক্যাম্পাস প্রতিনিধি: চৈত্রের সংক্রান্তিতে সকল পুরোনো জীর্ণতাকে বিদায় দিয়ে নতুন দিনের নতুন শপথের সূচনা করতেই বৈশাখের আগমন। প্রতিবছরই বৈশাখ আসে, তবে সঙ্গে থাকে নতুন কিছু স্বপ্ন আর কিছু সম্ভাবনা। সব মিলিয়ে সর্বজনীন এবং অসাম্প্রদায়িক বাঙালির বাঙালিয়ানা ও রঙিন সূচনার অভ্যূদয় ঘটে বৈশাখে। রঙের এই উৎসবে সারা দেশের সকল ক্যাম্পাসের মতই তিতুমীর কলেজও সাজবে রঙিন সাজে।

নতুন বছরকে বরণ করে নেয়ার প্রস্তুতিও প্রায় শেষের দিকে। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এমনটাই জানিয়েছেন কলেজের বৈশাখ আয়োজক কমিটির প্রধান সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তালাত সুলতানা এবং সদস্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক রিতা খন্দকার। তারা জানান, এবারের পহেলা বৈশাখের মূল আর্কষণ হিসেবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বৈশাখী রঙে রাঙিয়ে তুলতে মূল ফটক থেকে শুরু করে বিজ্ঞান ভবনের আঙিনা পর্যন্ত রাঙানো হবে আলপনায়। যেখানে প্রাধান্য পাবে বাঙালির ঐতিহ্যের দেশীয় সংস্কৃতি। বিজ্ঞান ভবনের সামনে আলোকিত হবে বৈশাখী মঞ্চ।

১৪ই এপ্রিল সকাল ৮.৩০ মিনিটে বিজ্ঞান ভবনের আঙিনায় আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর থাকছে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বৈশাখী গান, কবিতা আর বিএনসিসি সদস্যদের পরিবেশনায় নৃত্য। এছাড়াও দিনব্যাপী রয়েছে নানা আয়োজন।

বৈশাখের প্রস্তুতি সর্ম্পকে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন বলেন, বর্ষবরণের আয়োজনে বাঙালির সংস্কৃতিকে শতভাগ ফুটিয়ে তোলার চেষ্টা থাকে আমাদের। ইতোমধ্যে আয়োজনকে সফল করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে আয়োজক কমিটি। প্রতিবছর শোভাযাত্রার জন্য রঙ-বেরঙের মুখোশ তৈরি করা হলেও এবার রাষ্ট্রীয় নির্দেশনার কারণে মুখোশ তৈরি করা হচ্ছে না। অন্যান্য সকল আয়োজনও প্রায় শেষের পথে। আশা করছি সুন্দর ও সুষ্ঠভাবে এবারের বৈশাখ উদযাপিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়