শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৩:১৫ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাতের ভাই হলে ঢুকতে পারেনি, সেখানে খুনিরা কিভাবে খুন করে বেরিয়ে গেলো, প্রশ্ন মানবাধিকার কমিশনের

নাঈম কামাল : জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগ ও তদন্ত পরিচালক আল মাহমুদ ফাইজুল কবির বলেন, পরীক্ষার সময় ১৪৪ ধারা জারি থাকায় হলে নুসরাতের ভাইকে ঢুকতে দেয়া হয়নি। কিন্তু বাহিরের ৪জন লোক কিভাবে বেতরে ঢুকলো? কারা তাদেরকে ঢুকতে দিলো? যারা ঢুকলো তারা কারা? এমন প্রশ্নের উত্তর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর কেউ দিতে পারেনি। সময় টিভি

তিনি বলেন, ঘটনাটি পরিকল্পিতভাবে লোকচক্ষুর আড়ালে ঘটেছে। যেহেতু পরীক্ষার আগে সেখানে ক্লাস হয়েছিলো তখন থেকেই নুসরাতকে হত্যার উদ্দেশ্যে খুনিরা উৎপেতে ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কবির বলেন, নুসরাত জাহান নারী জাতির সম্মান এবং ইজ্জত রক্ষার জন্য সাহসী ভুমিকা রখেছেন। এর জন্য আমরা তাকে স্যালুট জানাই। তিনি বলেন, অভিযোগের পর যদি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতো তাহলে হয়তো এমন ন্যাক্কারজনক গঠনা এড়ানো যেত বলে আমরা মনে করি।

তিনি আরো বলেন, বিশ্বের যত মানবাধিকার আছে তার মধ্যে ১নম্বর হচ্ছে মানুষের বেছে থাকার অধিকার। যেখানে জীবনের অধিকার নেই সেখানে মানবাধিকার ভুলন্ঠিত।

তদন্ত পরিচালক বলেন, একটি নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে দুর্ঘটনা ঘটিয়ে বেরিয়ে যাবে কেউ দেখবে না এটা অসম্ভব। আইনী প্রক্রিয়ায় তদন্ত হলে নিশ্চই এটা উন্মেচিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়