শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ১২:৫০ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে জাল নোট ও হেরোইনসহ গ্রেফতার ৩

সুজন কৈরী : রাজধানীর নয়া পল্টন এলাকা থেকে ২০ লাখ টাকার জাল নোট ও ৩শ’ গ্রাম হেরোইনসহ ৩জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগ। তারা হলো-মো. সাহাবুদ্দীন শিকদার (৩৮), মো. মেহেদী হাসান ওরফে বাবু ওরফে লরেন্স (৪২) ও মো. সোহেল মিয়া (২৯)। বৃহস্পতিবার পল্টনের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া সেন্টার সূত্রে জানা যায়, গোপন তথ্যে নয়া পল্টনের একটি আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি উত্তরের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম। অভিযানে ৩জন জাল নোট ও মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে এক হাজার টাকা মূল্যমানের ৫টি সিরিজের ২০লাখ বাংলাদেশি জাল টাকার নোট ও ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, বিভিন্ন জাতীয় উৎসব ও অনুষ্ঠানকে সামনে রেখে তারা জাল টাকা তৈরী করে। পরে তাদের সহযোগীদের সহায়তায় আসল টাকার সঙ্গে মিশিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে। এছাড়া অল্প সময়ে বেশি লাভের আশায় হেরোইন বিক্রি করে তারা। তাদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়