শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ১১:৫৪ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাত হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, বললেন তথ্যমন্ত্রী

শহিদুল ইসলাম : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আগুন হামলার’ শিকার মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শান্তি নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী এই হত্যার সুষ্ঠু বিচারের বিষয়ে প্রশাসন ও তদন্তকারী সংস্থাকে নির্দেশনা দিয়েছেন।

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় নেভি কনভেনশন হলে লায়ন্স ক্লাবের ২২তম বার্ষিক কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। অনুষ্ঠানে বিএনপি নেতাদের উদেশ্যে করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। তিনি কোন রাজবন্দি নন যে তাকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে। আন্দোলন করে কোন কিছু হবে না। তাকে মুক্ত করতে হলে আইন-আদালতের মাধ্যমেই করতে হবে। বিএনপি যে আন্দোলনের ডাক এখন মানুষের আর আকৃষ্ট করে না। গত দশ বছর ধরে আন্দোলনের কথা বলছে তার আমরা শুনছি। শীতের পর আন্দোলন, গ্রীষ্মের পর আন্দোলন, বর্ষার পর আন্দোলন, বার্ষিক পরীক্ষার পর আন্দোলন, এ ধরনের বহু আন্দোলনের কথা শুনেছি। তাদের এ আন্দোলনের ডাক মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে।

লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গর্ভণর নাসিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রাক্তন ডিস্ট্রিক্ট গর্ভণর মনজুর আলম মনজু, রুপম কিশোর বড়ুয়া, ১ম সহ-ডিস্ট্রিক্ট গর্ভণর কামরুন মালেক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়