শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ১১:৩৮ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাগলা ভক্তের কাণ্ড, প্রিয় দল জেতার ভিডিও দিয়ে শরীরে কিউআর কোড! (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : প্রিয় দলের সমর্থন জোগাতে ভক্তদের কর্মকা-ের কোনও শেষ থাকে না। জয়ের মুহূর্ত ধরে রাখতে কতশত উপায় বেরিয়েছে। কিন্তু আর্জেন্টিনার এই পাগলা ভক্তের কা- ছিল একেবারেই ইউনিক! দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা লিবার্তোদোরাসে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্সকে হারিয়েছিল রিভারপ্লেট। এমনই আনন্দের উপলক্ষে আর্জেন্টাইন ওই ভক্ত করেছেন অন্য লেভেলের পাগলামি।

রিভার প্লেটের ভক্ত ফাবিও তুনজিওর ভাবনাচিন্তা ছিল একটু অন্য রকম। বেশি কিছু নয়, নিজের পায়ে সুন্দর করে একটা ‘কিউআর কোড’-এর ট্যাটু এঁকেছেন তিনি। কিন্তু এই কিউআর কোডের কী মাহাত্ম্য? মাহাত্ম্য আছে। কিউআর কোডটা মূলত একটা ইউটিউব ভিডিওর লিংক, সেই বোকা জুনিয়র্স-রিভার প্লেট কোপা লিবার্তোদোরেস কাপ ফাইনালের হাইলাইটস রয়েছে যে লিংকে! কোনো অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন দিয়ে যদি এই কোডটা স্ক্যান করা হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেই ফোনে ওই ভিডিও চালু হয়ে যাবে, আর দেখা যাবে রিভার প্লেট খেলোয়াড়দের বীরত্ব!

কোপা লিবার্তোদোরেসের ৫৮ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। গত বছরের ১১ নভেম্বর বোকা জুনিয়র্সের মাঠে প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছিল রিভার প্লেট। নাটকীয় ফিরতি লেগের খেলা নিয়ে রীতিমত যুদ্ধাবস্থা ছিল দেশটিতে। তবে জল অনেক ঘোলা হলেও রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি। যে ম্যাচও নির্ধারিত সময়ে ড্র হওয়ায় অতিরিক্ত সময়ের গোলে জয় পায় রিভার প্লেট।

প্রিয় দলের এমন বিজয়ের হাইলাইটস যখন খুশি তখন দেখা যায়, এ জন্যই নিজের পায়ে সেই হাইলাইটসের ইউটিউব ভিডিওর লিংকের কিউআর কোড ট্যাটু করে নিয়েছেন ফাবিও তুনজিও! পাগলামোর কোনো সীমা-পরিসীমাই নেই যেন!

দেখে নিন সেই ঘটনার ভিডিও.........

https://twitter.com/i/status/1116359400195751938

  • সর্বশেষ
  • জনপ্রিয়