শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ১১:২৪ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধোনির পক্ষে সাফাই গাইলেন স্টিফেন ফ্লেমিং (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : মাঠে যেকোনো পরিস্থিতিতে মাথা ঠা-া রাখতে পারেন মহেন্দ্র সিং ধোনি। এ নিয়ে তার খ্যাতি জগতজোড়া। কিন্তু আইপিএলে মেজাজ হারালেন তিনিও। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ডাগআউট থেকে মাঠে নেমে আম্পায়ারকে চোখ রাঙিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।

বিষয়টি ভীষণ দৃষ্টিকটু ঠেকছে বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীদের। যে যার মতো করে তাকে ধুয়ে দিচ্ছেন। তবে পাশে পাচ্ছেন দলীয় কোচ স্টিফেন ফ্লেমিংকে। তিনি জানিয়েছেন, আম্পায়ারদের সিদ্ধান্তের স্বচ্ছতা যাচাই করতে মাঠে গিয়েছিলেন ধোনি।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে ফ্লেমিং বলেন, খেলার গুরুত্বপূর্ণ সময়ে নো বলের সিদ্ধান্ত বাতিল করাটা স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেননি ধোনি। সেই কারণে পরিষ্কার ব্যাখ্যা জানতে নিয়ম ভেঙে মাঠে ঢুকেন তিনি।

চেন্নাই কোচ বলেন, আমরা দেখেছি- একটি নো বল কল করা হয়। এর পর দুই আম্পায়ারের মধ্যে দ্বিধা সৃষ্টি হয়। সেটি আসলেই নো কিনা তা নিয়ে। এমএস মাঠে প্রবেশ করেছিল আম্পায়ারদের সঙ্গে বিষয়টি আলোচনা করতে। সে শুধু ভুল ও সঠিক যাচাই করার জন্য গিয়েছিল। আমি নিশ্চিত, এটি নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। আম্পায়ারদের মধ্যেও আলোচনা হয়েছে। আমরাও কথা বলেছি। তবে এ ক্ষেত্রে আমি আপনাদের মতোই একজন দর্শক।

ধোনির এই আচরণ স্বাভাবিক নয়, সেটি অবশ্য মানছেন ফ্লেমিং নিজেও। এ জন্য তাকে দীর্ঘদিন প্রশ্নের মুখোমুখি হতে হবে সেটিও অজানা নয় তার। কিউই কোচের ভাষায়, সিদ্ধান্তটি পরিবর্তন করা হলো কেন? সেটি নিয়ে সে অবশ্যই বেশ ক্ষিপ্ত ছিল। সুতরাং এখানে স্বচ্ছতার অভাব ছিল। ও ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাপারটি পরিষ্কার ব্যাখ্যা জানতে মাঠে গিয়েছিল। এটি স্বাভাবিক নয়। তবে অধিনায়ক যথেষ্ট বিচক্ষণ।

গেল বৃহস্পতিবার শেষ ওভারে জয়ের জন্য ১৮ রান দরকার ছিল চেন্নাইয়ের। ওই ওভার করতে আসেন রাজস্থান অলরাউন্ডার বেন স্টোকস। সেই ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরে যান ধোনি। ফেরার আগে ৪৩ বলে ৫৮ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি।

এর পর সমীকরণ দাঁড়ায় তিন বলে আট রান। স্টোকসের করা পরের বলটি নো বল ঘোষণা করেন প্রধান আম্পায়ার উলহাস গান্ধে। তাতে ভিন্নমত পোষণ করেন লেগ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। পরিপ্রেক্ষিতে দুই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে যান উইকেটে থাকা রবিন্দ্র জাদেজা।

এর পর বাইরে থেকে মাঠে ছুটে আসেন ধোনি। প্রবেশ করেই দুই আম্পায়ারসহ বোলার স্টোকসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে লিপ্ত হন তিনি। চোখ রাঙিয়ে বলেন নো নয় কেন? প্রশ্ন ছুড়ে দেন অধিনায়ক। শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় চেন্নাই। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মিচেল সান্টনার।

এ কা-ে অবশ্য শাস্তি পেয়েছেন ধোনি। তার ম্যাচ ফির ৫০ শতাংশ কর্তন করা হয়েছে। পাশাপাশি ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে পয়েন্ট হারাচ্ছেন বর্তমান চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়