শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০৭:২৪ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাত হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি

ইউসুফ বাচ্চু: ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠনের নেতারা। শুক্রবার (১২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানায় বেশ কয়েকটি সংগঠন।

বক্তারা বলেন, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। এ ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে, যাতে কোনো শিক্ষকদের দ্বারা যৌন নির্যাতন না হয়।

তারা বলেন, মৃত্যু হওয়ার পরে প্রতিবাদ নয়, নির্যাতনের সঙ্গে সঙ্গে সবাইকে প্রতিবাদ করতে হতো। আইনশৃঙ্খলা বাহিনীদের এ বিষয়ে আরো সর্তক হতে হবে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি লিস্ট তৈরি করতে হবে। সেই সঙ্গে ওসব প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের অভিমত গ্রহণ করতে হবে, যাতে আর কোনো শিক্ষার্থীকে মৃত্যুবরণ করতে না হয়। ধর্ষক শুধু একজন ব্যক্তি, কোনো আলেম সমাজের মানুষ হতে পারে না। কোনো ধর্ষক এ বাংলার মাটিতে জায়গা পাবে না।

বক্তারা আরও বলেন, ধর্ষক যত বড় ক্ষমতাধর হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আর কোনো নুসরাতকে যৌন নির্যাতনের মাধ্যমে জীবন দিতে না হয়। সেই বিষয়ে সরকারের হস্তক্ষেপ চান তারা।

সংগঠনগুলোর মধ্যে রয়েছে, নিরাপদ বাংলাদেশ চাই, নিরাপদ নোয়াখালী চাই, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, মুসলিম সাপোর্ট বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়