শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০৫:৪৮ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন্দ্রের বাইরে খাতা নিয়ে উত্তর লিখলো পরীক্ষার্থী, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক : কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় চলমান আলীম (এইচএসসি) পরীক্ষার সময় এক ছাত্র পরীক্ষা কেন্দ্রের বাহিরে খাতা নিয়ে পরীক্ষা দিয়েছে। বৃহস্পতিবার শুশুন্ডা আলীম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীর নাম হাবীবুল হক। তার পরীক্ষা দেওয়ার সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এতে সাধারণ পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা যায়, পরীক্ষা চলাকালে ছাত্র হাবীবুল হক শুশুন্ডা আলীম মাদ্রাসা কেন্দ্রের পার্শ্ববর্তী একটি দোকানে পরীক্ষার খাতা নিয়ে লিখছিলো। এ সময় অন্য একজন মোবাইল ফোনে এ দৃশ্য ধারণ করে। পরে এ দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।

এ বিষয়ে শুশুন্ডা আলীম মাদ্রাসা সুপার ও কেন্দ্র সচিব মো. গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

উপজেলা মাধ্যামক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। বিষয়টির ব্যাপারে খোঁজ নিচ্ছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হয়েছে।’

https://www.facebook.com/dainikIttefaq/videos/270970273850194/

  • সর্বশেষ
  • জনপ্রিয়