শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০৫:২৭ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁটা চাকায় ভর করেই সিলেটে অবতরণ করল ইউএস বাংলার উড়োজাহাজ

সাত্তার আজাদ, সিলেট : ইউএস বাংলার একটি উড়োজাহাজ বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা করে। উড্ডয়নের পর উড়োজাহাজটির চাকা আকাশেই ফেটে পড়ে। এ অবস্থায় ফাঁটা চাকায় ভর করেই সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করল সেটি। ভাগ্যিস এসময় কোনো দুর্ঘটনা ঘটেনি।

ইউএস বাংলার অভ্যন্তরীণ ফ্লাইটের বিএস ১৩৭ নং উড়োজাহাজটি যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেটে আসে রাত ৮টা ১০ মিনিটে।

যাত্রীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে উড়োজাহাজটি। আকাশে ওড়ার মুহূর্তে বিমানের চাকা ফেটে যায়। এ অবস্থায় ঝুঁকি নিয়ে সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছে বিমানটি।

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার মুহূর্তে উড়োজাহাজটির চাকা ফেটে যায়। এ অবস্থায় উড়োজাহাজটি সিলেটে আসে। খবর পেয়ে দুর্ঘটনা মোকাবেলার জন্য আমরা সকল প্রস্তুতি নিয়ে ছিলাম।

এ ব্যাপারে ইউএস বাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, যতটুকু জেনেছি, সিলেট বিমানবন্দরে কিছু একটা সমস্যা হয়েছে। তবে সমস্যাটি মেজর নয়। বিমানের চাকায় সমস্যা হয়েছে। সে বিষয়টি খতিয়ে দেখার জন্য ইঞ্জিনিয়ারিং দল সিলেট যাচ্ছে। এরপর বিমানটি নিয়ে তারা ঢাকায় চলে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়