শিরোনাম

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০৫:২২ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে গাড়ি জালিয়াত চক্রের ৫ সদস্য আটক

ইসমাঈল হুসাইন ইমু: রাজধানীর যাত্রাবাড়ী থেকে জালিয়াতি চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার তাদের আটক করা হয়। তারা হলো, ওয়ালিদ হাসান (৩৪), কোয়েল (৩৬), সোহেল (৩০), হাফিজুল ইসলাম (৪২) ও তাজুল ইসলাম (৪৭)।

এসময় তাদের কাছ থেকে বিআরটিএ’র ভুয়া লাইসেন্স, নম্বর প্লেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্সটোকেনসহ বিভিন্ন বীমা কোম্পানির ইন্সুরেন্স তৈরির কাজে ব্যবহৃত মনিটর ৩টি, সিপিইউ ২টি, ২টি প্রিন্টার, ২টি পেনড্রাইভ, ১টি কি-বোর্ড, চেক বই ১টি, গাড়ির নম্বর প্লেট ২টি, বিভিন্ন ধরনের সীল ৩৫টি, মানি রিসিট ১৭টি, নর্দান ইনসুরেন্স সনদ ১৫০টি, রোড পারমিট ৬০টি, রেজিস্ট্রেশন সনদপত্র ৪৫টি, ফিটনেট সনদপত্র ৬৫টি, ট্যাক্স টোকেন ৩৫টি, ড্রাইভিং লাইন্সেস ২ টি, ডিজিটাল রেজিস্ট্রেশন সনদপত্র কার্ড ১টি, মোবাইল ফোন ৮টি ও নগদ ১৮ হাজার ৫শ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় বিআরটিএ এর ভুয়া লাইসেন্স, নম্বর প্লেট, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্সটোকেনসহ বিভিন্ন বীমা কোম্পানীর ইনসুরেন্স তৈরি ও সরবরাহ করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়