শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০৫:১২ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাতের ঘটনায় কেবল সিরাজউদ্দৌলাকে নয়, ওসিকেও বিচারের আওতায় আনতে হবে, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

নুর নাহার: সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. নুরুন্নাহার আক্তার নুপুর বলেন, আমি আজ নুসরাতের জায়গায় বসে আছি। সারাদেশ নুসরাতের জন্য কাঁদছে। কিন্তু এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ার অপচেষ্টা করা হয়েছে প্রথম থেকেই। ২৭ তারিখ যখন নুসরাতের মা মামলা করতে গেলেন সেদিন কিন্তু পুলিশ মামলা নিতে চাননি। পরে নিলেও, প্রথমে সিরাজউদ্দৌলাকে আসামি করা হয়নি, পরবর্তীতে করা হয়েছে। এটি পুলিশের গাফিলতি। যমুনা টিভি

তিনি বলেন, থানার ওসি প্রথম থেকেই যে কাজটি করেছে। সেটি আইন বহির্ভূত। বলার অবকাশ নেই যে, সে আইনের মধ্যে পড়েছে এমন কোনো কাজ করেছেন। ওসিকে বদলি করেছে এটি কোনো বিষয় না। বদলি করা কোনো শাস্তি নয়। এটি হচ্ছে সাময়িক একটি ব্যবস্থা। মানুষের চোখে ধুলা দিতে এটি করা হয়েছে। এই ঘটনায় যদি সিরাজউদ্দৌলার ফাঁসি হয়, তাহলে যে পুলিশ তাকে সহযোগিতা করেছে তাকেও বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, রাজনীতিতে সব ভালো সেটাও বলবো না আবার ভালো মানুষ নাই তাও বলবো না। প্রধানমন্ত্রী একজন নারী, নারীর প্রতি তার দরদ আছে। প্রতি মুহূর্তে তার খোঁজ খবর নিয়েছেন, উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে চেয়েছেন। কিন্তু যে লোকটা এর জন্য দায়ি সে লোকটির আদৌ বিচার হবে কিনা? সে শঙ্কা এখনো রয়েই গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়