শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০৩:৩৩ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে মাছধরার ট্রলার ডুবির ৩৭ঘন্টার পরেও ১৪জেলে নিখোঁজের সন্ধান মিলেনি

ফরহাদ আমিন : কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোসাগরে বৈরী হাওয়ায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৃথকভাবে ২৪জন জেলে উদ্ধার হলেও নিখোঁজের ৩৭ঘন্টা পরেও ৪টি ট্রলার এবং ১৪জেলের সন্ধান মেলেনি।

জানা যায়, ১০ এপ্রিল বুধবার ভোররাত পর্যন্ত সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম অদূরে গভীর বঙ্গোপসাগরে মাছধরার সময় শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়ার মো. জোবায়ের, আব্দুল্লাহ, দক্ষিণ পাড়ার কবিরা, বদি আলমের ৫টি ট্রলার ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এসব ট্রলারের মধ্যে শাহপরীর দ্বীপের প্রায় ৩৮ জন জেলে ছিল। নিখোঁজ হওয়া এসব জেলেদের মধ্যে রাত ৮টা পর্যন্ত পৃথকভাবে ১টি ট্রলারসহ ১৮ জন ও ৬জন জেলেসহ মোট ২৪জন জেলে উদ্ধার হয়। এদিকে ১১ এপ্রিল বৃহস্পতিবার দিন পেরিয়ে ৩৭ ঘন্টা অতিবাহিত হলেও ৪টি ট্রলার এবং ১৪জন নিখোঁজ জেলের কোন সন্ধান মেলেনি।

শাহপরীর দ্বীপের স্থানীয় ইউপি মেম্বার ফজলুল হক মাছধরার ট্রলার ডুবির সত্যতা স্বীকার করে বলেন, ট্রলার ডুবির ঘটনার ৩৭ঘন্টা অতিবাহিত হলেও এখনো পর্যন্ত ৪টি ট্রলার এবং ১৪জন জেলের সন্ধান মেলেনি।

এই প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান বলেন, প্রকৃত নিখোঁজের পরিসংখ্যান নেই। তবে সকাল থেকে নৌবাহিনীর উদ্ধারকারী দলের সকাল হতে সন্ধ্যা পর্যন্ত টহলে নিয়োজিত ছিল। জীবিত বা মৃত কোন কাউকে উদ্ধার করা যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়