শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০৩:১৭ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মুষ্টিমেয় ধনীর স্বার্থকে প্রাধান্য দিয়ে পরিচালিত হচ্ছে বিশ্ব অর্থনীতি’

নূর মাজিদ : বিশ্ব বাণিজ্যের বহুত্ববাদি কাঠামো এখন হুমকির মুখে। একক জাতীয় স্বার্থে বৃহৎ অর্থনৈতিক জোটগুলো এখন ভাঙ্গনের মুখে। একইসঙ্গে, বৈশ্বিক বাণিজ্য এবং অর্থনৈতিক কাঠামো অস্থিতিশীলতা, বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের পেছনে অবদান রাখছে। যা সার্বিকভাবেই ভাবনার বিষয়।

বোস্টন বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট(আঙ্কটাড) চলতি মাসে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্ববাণিজ্যের প্রচলিত কাঠামোর বিপক্ষে যা করছে তা এই ব্যবস্থাকে খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে। তবে এখানেই শেষ নয়, প্রচলিত কাঠামোর নিজস্ব দুর্বলতাও ¯পষ্ট। ধনীক ব্যবসায়ী ও উদ্যোক্তা শ্রেণীকে উন্নয়নের স্বার্থে প্রাধান্য দিতে গিয়ে বিশ্বের অধিকাংশ জনগোষ্ঠীকে বঞ্চিত করা হচ্ছে।

২০১৮-১৯ অর্থবছরে আঙ্কটাডের গবেষণা সহযোগী হিসেবে কাজ শুরু করে বোস্টন বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ডেভেলপমেন্ট পলিসি অনুষদের গবেষকগণ। তারা ওই গবেষণায় বৈশ্বিক সরকারগুলোর কর কাঠামো, বাণিজ্য নীতি, উন্নয়ন অগ্রাধিকার ইত্যাদি বিবেচনায় নেন। গঠনমূলক সমালোচনার মাধ্যমে বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থার ত্রুটি তুলে ধরে এর সংশোধনে জোর দেয়ার লক্ষ্যে এই গবেষণা করা হয়।

‘এ নিউ মাল্টিল্যাটারিজম ফর শেয়ারড প্র¯পারিটি ’ শীর্ষক প্রতিবেদনে, জেনেভা চুক্তি অনুযায়ী একটি সবুজ ও পরিবেশবান্ধব বাণিজ্যিক কাঠামো প্রণয়নের ওপর জোর দেয়া হয়। একইসঙ্গে, সকল ধরণের জনগোষ্ঠীর অর্থনৈতিক বিকাশ এবং টেকসই উন্নয়ন কার্যকর করার পরামর্শ দেয়া হয় এখানে। ওয়াশিংটনে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক গ্রীষ্মকালীন বৈঠক সামনে রেখে এই প্রতিবেদনের বিস্তারিত প্রকাশ করা হয়।

এবারের দাতা সংস্থাদুটির বার্ষিক সম্মেলনে বক্তৃতা দেবেন নোবেলজয়ী অর্থনীতিবীদ জোসেফ ই স্টিগলিৎজ, মারিয়া ফারনান্ডা এ¯িপউনোসা, জাতিসংঘ মহাসচিব এবং বারবাদোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি।

 

ট্যাক্সরিসার্চ, আঙ্কটাড

  • সর্বশেষ
  • জনপ্রিয়