শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০৩:১৩ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত অর্থবছরে ভারতীয় চাল রপ্তানি ৯.৪ শতাংশ কমেছে

নূর মাজিদ : ২০১৮-১৯ অর্থবছরের এপ্রিল-ফেব্রুয়ারি মেয়াদের ১২ মাসে এমন নেতিবাচক অবস্থা দেখা গেছে। যা আগের অর্থবছরের তুলনায় বাসমতি ও সাধারণ চালের রপ্তানি গড়ের চাইতে ৯ দশমিক ৪ শতাংশ কম। এর আগের বছর ভারত ১ কোটি ৫৭ লাখ টন চাল রপ্তানি করে। যার শীর্ষ ক্রেতা ছিলো বাংলাদেশ।

তবে, ২০১৮-১৯ অর্থবছরে অনুকূল আবহাওয়া এবং স্থানীয়ভাবে ফসলের বা¤পার ফলন বাংলাদেশের তরফ থেকে চাল আমদানি কমিয়ে আনে, যার নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের চাল রপ্তানির উপর। চলতি সপ্তাহে ভারতের সরকারি একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

২০১৮-১৯ সালের এপ্রিল-ফেব্রুয়ারি মেয়াদে ৩৮ লাখ ৫৫ হাজার টন বাসমতি চাল রপ্তানি করে ভারত। যা ২০১৭-১৮ সালের রপ্তানির তুলনায় ৬ দশমিক ২ শতাংশ কম। সেবছর ৩৬ লাখ ২০ হাজার টন বাসমতি চাল রপ্তানি করেছে দেশটি। যদিও, এই সময় পণ্যটির বাজারমূল্য বাড়ার কারণে এখানে খুব একটা লোকসান হয়নি।

টাকার অংকে বরং বেড়েছে বাসমতি চালের রপ্তানি আয়। বিগত অর্থবছরের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে যার পরিমাণ ছিলো ১ দশমিক ১২ শতাংশ। এই বছর মোট ৪১০ কোটি ডলার পণ্যটি রপ্তানি করা হয়েছে। ২০১৭-১৮ সালে যার পরিমাণ ছিলো ৩৬৯ কোটি ডলার। বিশেষ করে, চীনের বাজারে রপ্তানি বাড়ায় এই বাড়তি মূল্য পায় ভারত।

তবে বাসমতি ছাড়া সাধারণ চালের রপ্তানি কমেছে ব্যাপকভাবে। এপ্রিল-ফেব্রুয়ারি মেয়াদে ৬৭ লাখ টন সাধারণ মানের চাল রপ্তানি করেছে ভারত। যার বাজারমূল্য ২৬৭ কোটি ডলার। তবে বিগত অর্থবছরের তুলনায় তা ১৬ দশমিক ৫৫ শতাংশ কম। ২০১৭-১৮ এর একই মেয়াদে ৩৩১ কোটি ডলারে ৮০ লাখ টন সাধারণ মানের চাল রপ্তানি করেছে দেশটি।

কমোডিটি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়