শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০৩:০০ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবারই ধর্ষকরা জয়ী হয়, এবার নুসরাতের হত্যাকারীদের বিচার না নিয়ে ঘরে ফিরবো না, বললেন পূর্ণিমা রানী শীল

ইউসুফ বাচ্চু : ২০০১ সালে সিরাজগঞ্জে ধর্ষণের শিকার পূর্ণিমা রানী শীল বলেছেন, ধর্ষণের সেই ক্ষত এখনও পর্যন্ত বয়ে বেড়াচ্ছি। প্রতিনিয়তই ঘা বাড়ছে। কিন্তু প্রতিবারই ধর্ষকরা জয়ী হয়। তাই এবার নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিচার না নিয়ে ঘরে ফিরবো না। যদি কেহ সঙ্গে নাও থাকে। আর কোনো বোনের মৃত্য চাই না এ দেশে।

বৃহস্পতিবার শাহবাগে ফেনী সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুরিয়ে হত্যা ও যৌন হয়রানির প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তার বলেন, এই রাষ্ট্র পচে গেছে। যার কারণে নুসরাত জাহান রাফির হত্যাকারীরাও ছাড়া পেয়ে যায়। আমরা এর মেরামত চাই। এ রাষ্ট্রে কোনো মানুষ নিরাপদ নয়। মানুষ মরছে রাস্তায়, আগুণে পুড়ে, গাছ পড়ে, লঞ্চ ডুবে। আর নির্লজ্জভাবে সরকার তাকিয়ে তাকিয়ে দেখে। এ সমস্ত ঘটনার নুন্যতম সমবেদনা টুকুও দেখায় না।

তিনি বলেন, একটা একটা ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু অপরাধী কোনো না কোনোভাবে ছাড়া পেয়ে যায়। এই সাংস্কৃতির কারণে অপরাধীরা আরও উৎসাহিত হয় অপরাধ করার জন্য। সেনাগাজীতে সিরাজ উদ্দৌলা নামের পশুর পক্ষে আওয়ামী লীগের নেতারা অবস্থান নিয়েছে আমি তাদের ধিক্কার জানাই। সেখানে জামায়াত, আওয়ামী লীগ ভাই ভাই। হয়তো ভোটের রাজনীতির কারণে এমনটা হচ্ছে। সরকারের কাছে আর বিচার চাই না, বিচার চাই জণগনের কাছে।

এই অবস্থান কর্মসূচীতে একত্বতা ঘোষনা করে অবস্থানে অংশগ্রন করেন, আইন শালিশ কেন্দ্র (আশোক), সাধাণ ছাত্র, সমাজ কর্মী, মানবাধীকার কমী, ঢাকাস্থ ফেনী ছাত্র সংগঠন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মানবাধীকার কর্মী ইফতেখার আহম্মেদ, আইন শালিশ কেন্দ্রের জাকিয়া শিশির, ছাত্র ইউনিয়নের জিএম জিলানী শুভ, সুমাইয়া সেতু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়