শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০১:৫৩ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশানে ট্রাফিক আইন লংঘনসহ শব্দ দূষণ প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত

সুজন কৈরী : রাজধানীর গুলশান-২ নম্বরস্থ গোল চত্ত্বরে এলাকায় ট্রাফিক আইন লংঘন এবং শব্দ দূষণ প্রতিরোধের বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক (উত্তর) ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে এবং ও’ ন্যাচারালের পৃষ্ঠপোষকতায় এ জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ, সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ, ট্রাফিক ম্যানেজমেন্ট কমিটির প্রধান শায়ান সেরাজ, ট্রাফিক উত্তরের ডিসি প্রবীর কুমার রায়, অতিরিক্ত ডিসি জাকির হোসেন, অতিরিক্ত কমিশনার মইন ইসলাম, ট্রাফিক কমিটির প্রধান আনিস জামান প্রমুখ। অনুষ্ঠানে রহিম আফরোজ, এবিসি রিয়েল এস্টেট, এলিট গ্রুপ, পাঠাও এবং প্যারামাউন্ট গ্রুপের কর্মীরা অংশ নেন।

ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ বলেন, ঢাকা শহরে গড় শব্দ মাত্রা ৮০ থেকে ১১০ ডেসিবল। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার দ্বিগুণেরও বেশি। এই শব্দ দূষণ সম্পর্কেও জনসচেতনতা জরুরি।

তিনি আরো বলেন, ট্রাফিক আইন লংঘনের কারনে প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে জনগণ মুক্তি চায়।

ট্রাফিক পুলিশের ডিসি প্রবীর কুমার রায় বলেন, ট্রাফিক আইন মেনে চলা শুধু চালকের দায়িত্ব নয়, গাড়ির মালিক, পথচারী এবং যাত্রী সকলেরই দায়িত্ব রয়েছে।

এর আগে অকারনে হর্ণ বাজানো, ট্রাফিক আইন ও শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক বিভিন্ন লিফলেট গাড়িচালক ও পথচারীদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া মানববন্ধন এবং কার র‌্যালিও অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়