শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০১:১৪ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলরাউন্ডার নাঈম জেতালেন প্রাইম ব্যাংককে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগের শেষ ও একাদশ রাউন্ডের ম্যাচে দারুণ অলরাউন্ডার নৈপূণ্য দেখিয়েছেন নাঈম হাসান। বিপদের সময় নেমে ব্যাট হাতে রান করার পাশাপাশি বল হাতেও দিয়েছেন নেতৃত্ব। তার অলরাউন্ডারেই

একাদশ রাউন্ডে ৩৪ রানে জিতেছে প্রাইম ব্যাংক। ২০১ রান তাড়ায় ৪৫ ওভার ২ বলে ১৬৭ রানে গুটিয়ে যায় গাজী।

বিকেএসপির চার নম্বর মাঠে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম ব্যাংকের। দুই অঙ্ক ছুঁতে পারেননি দুই ওপেনার। পরের চার ব্যাটসম্যানের তিনজন দুই অঙ্কে গেলেও কেউই পারেননি বড় ইনিংস খেলতে।

৯২ রানে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা প্রাইম ব্যাংককে পথ দেখান নাঈম ও আরিফুল হক। দুই জনই ফিরেন ৩৪ রান করে। শেষের দিকে ২৫ রানে অপরাজিত থাকেন মনির হোসেন। তাদের ব্যাটে দুইশ ছাড়ায় দলের সংগ্রহ।

গাজীর অফ স্পিনার সঞ্জিত সাহা ৩ উইকেট নেন ৩০ রানে। দুটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও কামরান গুলাম।

রান তাড়ায় গাজীর হয়ে প্রায় একাই লড়াই করেন মাইশুকুর রহমান। রনি তালুকদার, ইমরুল কায়েস, শামসুর রহমান ও কামরান দুই অঙ্কে গেলেও কেউই টানতে পারেননি দলকে।

প্রায় একার চেষ্টায় দলকে টানছিলেন মাইশুকুর। প্রাইম ব্যাংকের বোলাররা থামাতে পারেনি এই ওপেনারকে। ১২৪ বলে দুই ছক্কা ও সাত চারে ৭৪ রান করা মাইশুকুর মাঠ ছাড়েন ক্র্যাম্পের কাছে হার মেনে। এরপর আর এগোয়নি গাজীর ইনিংস।

প্রাইম ব্যাংকের কাপালী ও নাঈম নেন দুটি করে উইকেট। ব্যাটে-বলে নিজেকে মেলে ধরে তরুণ নাঈম জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

১১ ম্যাচে অষ্টম জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে প্রাইম ব্যাংক। আবাহনীর চেয়ে রান রেটে পিছিয়ে তিন নম্বরে রয়েছে দলটি। ২০ পয়েন্ট নিয়ে প্রাথমিক পর্ব শেষে শীর্ষে রয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। ষষ্ঠ হারের স্বাদ পাওয়া গাজী ১০ পয়েন্ট নিয়ে আট নম্বরে থেকে লিগ শেষ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়