শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০১:৫৭ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন্ন রমজান ও গ্রীষ্ম মৌসুম লোডশেডিং মুক্ত রাখা হবে, বললেন জ্বালানি উপদেষ্টা

শাহীন চৌধুরী: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম বলেছেন, আসন্ন রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুম লোডশেডিং মুক্ত রাখা হবে। কারিগরি কারণে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে কিন্তু কিছুতেই লোড শেড করার প্রয়োজন হবে না। বাসাবাড়িতে যে সব ইলেকট্রিশিয়ান কাজ করে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশনা প্রদান করেন।  উপদেষ্টা বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভায় চলতি গ্রীষ্ম মৌসুমে ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে আলোচনা কালে এসব বলেছেন।

সভায় আসন্ন রমজান মাসে দোকানপাট, মার্কেট ও বিপণী বিতানসমূহ খোলা রাখার বিষয়ে বিদ্যমান আইন অনৃসরণ করা এবং চলতি গ্রীষ্ম মৌসুমে ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গ্যাস সরবরাহ বৃদ্ধিকরণ, সুপার মার্কেট, পেট্রোল পাম্প ও সিএনজি গ্যাস ষ্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বাতি ব্যবহার না করা, ইফতার ও তারাবীর সময় এসি ব্যবহার সীমিত রাখা, বিদ্যুতের অপচয় রোধে সিএফএল বাল্বের পরিবর্তে এলইডি বাল্ব প্রতিস্থাপনের ব্যবস্থা গ্রহন করা, কোন এলাকায় লোডশেড করতে হলে লোডশেডিং সম্পর্কে গ্রাহককে পূর্বেই অবহিত কর এবং টেকনিক্যাল কারণে বা অন্য কোন কারণে যেন লোডশেড না হয় সেদিকে সজাগ থাকা, ইফতার, তারাবীর নামাজ ও সেহেরীর সময়ে লোডশেড না করা, পিক আওয়ারে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, বিকাল ৫টা হতে রাত ১১টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ রাখা ইত্যাদি বিষয় আলোচনা ও পর্যালোচনা করা হয়।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমেদ কায়কাউস বলেছেন, বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা আমাদের বেশি আছে। রমজানে সন্ধ্যার সময় হঠাৎ করে চাহিদা ব্যাপক আকারে বেড়ে যায়। যেহেতু এখনও এনএলডিসি ম্যানুয়্যাললি এই কাজ করে তাই সকলের সহযোগিতা প্রয়োজন। দোকান বা বাসাবাড়িতে ব্যবহৃত তার বা বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করার অনুরোধ জানিয়ে তিনি বলেন এতে দুর্ঘটনা বহুলাংশে কমে যাবে।

সভায় “অন্ধকার থেকে আলোকিত বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ সারাদেশ” শিরোনাম দিয়ে দোকান মালিক সমতির পক্ষ থেকে ৫০ পাউন্ডের একটি কেক কেটে বিদ্যুৎ বিভাগ ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এ সময় দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, দোকান মালিক সমিতির মহাসচিব মোঃ জহিরুল হক ভূইয়াসহ বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়