শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ১১:৩৪ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসেলকে কৃত্রিম পা দিচ্ছে সাভারের সিআরপি

এম এ হালিম : রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় বাম পা হারানো রাসেল কৃত্রিম পা নিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) আসেন।

সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিকের কাছে কৃত্রিম পা সংযোজনের জন্য ১১ মার্চ বৃহস্পতিবার সকালে রাসেলকে সাভারের সিআরপিতে আনা হয়। রাসেলকে সিআরপির পক্ষ থেকে প্রথমে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির এবং পরে জার্মানি প্রযুক্তির উন্নত একটি পা দেয়া হবে। কৃত্রিম পা সংযোজন করে প্রায় চার সপ্তাহ অনুশীলন করানো হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাসেলের পায়ের পরীক্ষা করে দেখা হয়েছে এবং আগামী শনিবার থেকে তার পায়ের চিকিৎসা শুরু হবে। পরে রাসেলের নতুন পা সংযোজনের জন্য প্রায় চার সপ্তাহ সময় লাগবে। এই সময়ের মধ্যে নতুন পা দিয়ে তার চলাফেরাসহ দৈনন্দিন কাজের বিষয়গুলোতেও অনুশীলন করানো হবে বলে তিনি জানান।

সিআরপি’র ওই চিকিৎসক দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমানে দেশের চালকদের বেপরোয়া গাড়ী চালানোর দায়ে যে দূর্ঘটনাগুলো ঘটছে তা কোন ক্রমেই মেনে নেয়া যায় না। রাসেলের দূর্ঘটনায় যেভাবে দেশের সরকার থেকে শুরু করে বিভিন্ন ব্যাক্তি ও সামাজিক প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন আমরা নিজেদের অবস্থান থেকে তাঁর জন্য কৃত্রিম পা সংযোজনের চেষ্টা করছি। পা হারানো রাসেলকে আমাদের পক্ষ থেকে কৃত্রিপ পা সংযোজনে সব ধরনের সহযোগীতা দিবো। রাসেল গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বাসিন্দা ও রাজধানীর আদাবর এলাকায় থেকে ‘রেন্ট-এ কার’ এর প্রাইভেট কার চালাতো।

উল্লেখ্য, গত বছরের ২৮ এপ্রিল যাত্রবাড়ী এলাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি গাড়ীর চালকের সাথে তাঁর কথা কাটাকাটির এক পর্যায়ে চালক বেপরোয়াভাবে তাকে চাপা দেয়। গাড়ী চাপায় রাসেলের বাম পাটি বিচ্ছিন্ন হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়