শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ১১:১৯ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেবা মনোভাব নিয়ে কাজ করলে সফলতা আসবে বললেন, বিএসএমএমইউ এর ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া

শহিদুল ইসলাম : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানের প্রতিটি চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরাদের মাঝে সেবার মনোভাব রয়েছে। যার ফলে আজ প্রতিদিন শত শত রোগী এ হাসপাতালের সেবা পাচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ইমরান সেমিনার হলে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে এমএস (অফথালমোলোজি) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপ-মহাদেশের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনকে চক্ষু চিকিৎসার প্রাণ পুরুষ উল্লেখ করে তিনি বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে সেবার মনোভাব নিয়ে তিনি এ হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন। যার ফলে বছরের লক্ষ লক্ষ রোগী সেবা পাচ্ছে। একই সাথে এ হাসপাতালে যারা লেখা পড়া করছে তারা পড়ালেখার পাশাপাশি এ বৃহৎ রোগীর সেবা নিজ চোখে অবলোকন করে অভিজ্ঞতার ভান্ডার পূর্ণ করে আসছে।

সভায় বিএসএমএমইউ কমিউনিটি অফথালমোলোজি’র চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমদ, বাংলাদেশ এডিজি অব হেলখ সার্ভিস এর অধ্যাপক ডা. এ.এইচ.এম এনায়েত হোসেন, বিএসএমএমইউ অফথালমোলোজি এর চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ, বিএসএমএমইউ এর পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. এ.কে.এম সালেক, বিএসএমএমইউ অধ্যাপক ডা. গোলাম হায়দার, অধ্যাপক ডা. এ.এ.ওয়াদুদ, বারডেম হাসপাতালের অধ্যাপক ডা. আশরাফ সাঈদ, বিএসএমএমইউ এর সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. শওকত কবির, ওএসবি এর জেনারেল সেক্রেটারী অধ্যাপক ডা. আবদুল কাদের, বাংলাদেশ আই হাসপাতালের ডা. নিয়াজ আবদুর রহমান, গোপালগঞ্জ শেখ ফজিলাতুননেচ্ছা মুজিব আই হাসপাতাল ও ট্রেনিং ইনিস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডা. সাইফুদ্দিন আহমেদ, কুণ্ডেশ্বরী ওষুধালয়ের মহাপরিচালক প্রফুল্ল রঞ্জন সিংহ, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের আইসিও এর পরিচালক ডা. খুরশীদ আলম, একাডেমিক কোডিনেটর অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়