শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ১১:০৩ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ মনে করে জাপার নেতৃত্ব এরশাদের পরিবার থেকে হতে হবে বললেন, জিএম কাদের

ইউসুফ আলী বাচ্চু : জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, উত্তরাঞ্চলের মানুষ মনে করেন হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে দলের নেতৃত্ব এরশাদেরর পরিবার ও রংপুর থেকেই হতে হবে। দেশের মানুষ ও পার্টির নেতা-কর্মীরা এমন নেতৃত্বই আশা করেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে জাতীয় পার্টি বনানী কার্যালয়ে অনির্ধারিত বৈঠকে তিনি একথা বলেন

তিনি বলেন, সাধারন মানুষ মনে করে ঐতিহাসিক ভাবেই নেতৃত্বে রক্তের সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকার রাখে। তাই হুসেইন মুহম্মদ এরশাদের বংশ পরম্পরায় জাতীয় পার্টির নেতৃত্ব আশা করেন তারা।

জিএম কাদের বলেছেন সবাইকে নিয়েই রাজনীতি করবো আমরা। দেশের স্বার্থে রাজনীতির মাঠেই থাকবো সারা জীবন। দলের শৃংখলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হুসেইন মুহম্মদ এরশাদ যতদিন বেঁচে আছেন তিনিই আমাদের নেতা।

উত্তরবঙ্গের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জিএম কাদের বলেন, উত্তরাঞ্চলের মানুষ মনে করে জাতীয় পার্টি তাদের পক্ষের সবচে সোচ্চার রাজনৈতিক মঞ্চ। আর এরশাদের নেতৃত্বে অবহেলিত উত্তারাঞ্চলে যে উন্নয়ণ হয়েছে তা কৃতজ্ঞচিত্তেই মনে রেখেছে ওই এলাকার কোটি মানুষ।

তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের একমাত্র ভরসার জায়গা হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির ভালোমন্দের সাথে তাদের জীবন জড়িত। তাই উত্তরাঞ্চলের মানুষ চায় জাতীয় পাটির নেতৃত্ব উত্তর বঙ্গ থেকেই আসুক।

জাতীয় পার্টির আগামী দিনের রাজনীতি প্রসঙ্গে জিএম কাদের বলেন, অবশ্যই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের স্বার্থেই জাতীয় পার্টি বেঁচে থাকবে। কারণ, জাতীয় পার্টি হচ্ছে বাংলাদেশের ইতিবাচক রাজনীতির নিয়ামক শক্তি। তাই জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে দলকে সংগঠিত করতে হবে।

জিএম কদেরর বলেন, সকল বিভেদ ভূলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে দেশ ও দলের স্বার্থেই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সারাদেশের সাধারণ মানুষের স্বতস্ফুর্ত মানববন্ধন ও প্রতিবাদের মাধ্যমে অসার প্রমাণিত হয়েছে।

নৈতিক সমর্থন অব্যহত রাখায় পার্টির নেতা-কর্মী, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, যুগ্মমহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, হাসিবুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা সোলায়মান সামি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়