শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ১০:৩৯ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নববর্ষ উদযাপনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

মাসুদ আলম : শুভ বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উদযাপন উপলক্ষে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ধানমন্ডি রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় বিভিন্ন সংগঠন দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান করবে। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই স্থানসমূহে লাখো মানুষের সমাগম হবে। ওই এলাকায় সুষ্ঠু যানবাহন চলাচলের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যানবাহন ডাইভারশন: সোনারগাঁও ক্রসিং, বাংলামোটর ক্রসিং, পরিবাগ গ্যাপ নেভাল চীপ গলি, সাকুরার গলি পুলিশ ভবন ক্রসিং, সবজি বাগান ক্রসিং , মিন্টো রোড পূর্ব প্রান্ত, অফিসার্স ক্লাব ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, শিল্পকলা একাডেমি গলি, দুদকের গলি, কার্পেট গলি, মৎস্য ভবন ক্রসিং, ইউবিএল ক্রসিং, জিরো পয়েন্ট ক্রসিং , হাইকোর্ট ক্রসিং, রোমানা চত্ত্বর ক্রসিং, বকশী বাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন ক্রসিং, আজিজ সুপার মার্কেট ক্রসিং, প্রশাসন একাডেমী গলি ।

শাহবাগ ক্রসিং যেসব রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে: বাংলা মটর হতে ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ হতে টিএসসি হতে দোয়েল চত্ত্বর, ইন্টারকন্টিনেন্টাল হতে কাকরাইল, মৎস্য ভবন হতে কদম ফোয়ারা, মৎস্য ভবন হতে শাহবাগ হতে কাঁটাবন,পলাশী হতে শহীদ মিনার হতে দোয়েল চত্ত্বর হতে হাইকোর্ট ক্রসিং, বকশী বাজার হতে শহীদ মিনার হতে টিএসসি, শহীদুল্লাাহ হল ক্রসিং হতে দোয়েল চত্ত্বর, নীলক্ষেত হতে টিএসসি ।

যান চলাচলের বিকল্প রুট: মিরপুর রোড-সাইন্স ল্যাব-নিউ মার্কেট-আজিমপুর-বকশি বাজার-চাঁনখারপুল-গুলিস্তান, রাাসেল স্কোয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমনি-ইউবিএল-গুলিস্তান, মহাখালী-সাতরাস্তা-মগবাজার-কাকরাইল-রাজমনি-ইউবিএল-গুলিস্তান, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও।

বর্ষবরণ অনুষ্ঠানে আগত যানসমূহ যে সকল জায়গায় পার্কিং করবে (এক লেনে): হলি ফ্যামিলি হাসপাতাল রোড, পুরাতন এলিফ্যান্ট রোড, আব্দুল গণি রোড, কার্জন হল থেকে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া, মৎস্য ভবন থেকে কার্পেট গলি, শিল্পকলা একাডেমি গলি, সুগন্ধা হতে অফিসার্স ক্লাব, কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত। যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশকে সর্বাত্মক সহায়তা করার আহবান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়