শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ১০:৩৪ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর কাছে নুসরাত হত্যাকারীর মুত্যুদণ্ড চাইলেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক : যৌন নিপীড়নের প্রতিবাদ করার কারণে ফেনীর সোনাগাজী ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহানকে কেরোসিন তেল ঢেলে পুড়ানো হয়। বুধবার (১০ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন  ইউনিটে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে সে মারা যায়।

রাফির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। প্রধানমন্ত্রী তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। শোক প্রকাশ করেছেন ঢালিউউ নায়িকা অপু বিশ্বাসও। একটি মেয়ের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেন তিনি।

অপু বিশ্বাস বলেন, বিষয়টি আসলে মেনে নেওয়ার মতো নয়। মসজিদ, মাদ্রাসা মানুষের জন্য সবচেয়ে শান্তির ও নিরাপদ স্থান। এমন জায়গায় এধরণের ঘটনা মেনে নেওয়া যায় না। নারীদের অধিকার আদায়ের জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানেিয় ঢালিউয কুইন বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, ধর্ষণের শাস্তি হোক মৃত্যুদণ্ড। আমাদের দেশে আইন করে ধর্ষণের একমাত্র শাস্তি করা হোক মৃত্যুদণ্ড। সেই সাথে নুসরাতকে হত্যাকারীরর মৃত্যুদণ্ড দেওয়া হোক।’

বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) পক্ষ থেকে গতকাল বুধবার সম্মাননা গ্রহণের পর অপু বিশ্বাস এসব কথা বলেন।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই অনুষ্ঠানে অপু আরো বলেন, ‘যে দেশে আমরা নারীরা আজ মাথা উঁচু করে বেঁচে আছি, কাজ করছি, সেই দেশে যেন কেউ এমন অন্যায় করার সাহস না পায়, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। নুসরাত কারও বোন, কারও মেয়ে। প্রতিটি মেয়েই কারও বোন বা মেয়ে। আমি মা হয়েছি, সেই হিসেবে আমি বুঝি সন্তানের এমন ঘটনা মায়ের জন্য কতটা কষ্টের। জাতির জন্য কতটার লজ্জার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়